Ajker Patrika

করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ মে ২০২২, ১১: ১৬
করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।

বিবৃতিতে বলা হয়েছে, আরডার্নের দেহে করোনাভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে। তিনি আগামী সাত দিন নিজ বাড়িতে ‘আইসোলেশনে’ থাকবেন।

গত রোববার জেসিন্ডা আরর্ডানের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের ‘করোনা পজিটিভ’ শনাক্ত হন। তখন থেকেই জেসিন্ডা আরডার্ন ঘরবন্দী অবস্থায় থাকতে শুরু করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গতকাল শুক্রবার তাঁর মৃদু উপসর্গ দেখা দিলে, করোনা পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলে ‘পজিটিভ’ শনাক্ত হন তিনি। করোনা শনাক্ত হওয়ার একটি ছবিও তিনি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আগামী সোমবার ও বৃহস্পতিবার সংসদে দুটি গুরুত্বপূর্ণ অধিবেশন রয়েছে। সোমবার কার্বন নিঃসারণ কমানোর বিষয়ে সরকারের গৃহীত পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা এবং বৃহস্পতিবার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু আইসোলেশনে থাকার কারণে গুরুত্বপূর্ণ অধিবেশন দুটিতে যোগ দিতে পারবেন না জেসিন্ডা আরডার্ন।

নিউজিল্যান্ড ২০২০ সালের প্রথম থেকেই করোনা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে। এ জন্য নিউজিল্যান্ডে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮৯২ জন, যা উন্নত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। তবে গত মার্চ মাসে বিধিনিষেধ শিথিল করার পর দেশটিতে ওমিক্রনে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। গত সপ্তাহে ৫০ হাজারেরও বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।

জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘এ সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সপ্তাহে দুটি জরুরি অধিবেশন হওয়ার কথা রয়েছে। কিন্তু অধিবেশন দুটিতে আমি থাকতে পারছি না বলে খারাপ লাগছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত