ঢাকা: শিশুদের স্থূলতা ঠেকাতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপনে লাগাম টানতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যের চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের প্রায় ১০ শতাংশই স্থূলতায় ভুগছে। ১০ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে এই সংখ্যা বেড়ে ২০ দশমিক ২ শতাংশে দাঁড়ায়।
সংস্থাটি আরও জানায়, যুক্তরাজ্যে চারজনের মধ্যে একটি শিশুই স্থূলতায় ভুগছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের শেষের দিক থেকে যুক্তরাজ্যের টেলিভিশনগুলোতে উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন রাত ৯টার আগে সম্প্রচার করা যাবে না।
যুক্তরাজ্যে জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জো চার্চিল বলেন, নতুন এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো শিশুদের ‘অস্বাস্থ্যকর বিজ্ঞাপন’ থেকে রক্ষা করা।
২০১৯ সালের বিজ্ঞাপন বিশ্লেষণ করে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা ৬০ শতাংশই বিজ্ঞাপন ছিল উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের।
তবে যুক্তরাজ্য সরকারের নতুন এই নিয়মে অনলাইনে প্রচারিত সকল জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ করা হবে না। যদিও জাঙ্ক ফুডবিরোধীদের পক্ষ থেকে অনেক দিন থেকেই এই দাবি জানানো হচ্ছে।
প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ব্রিটেনের পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে খাদ্য বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করছে।
করোনায় অতিরিক্ত ওজনের ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় জাঙ্ক ফুডের প্রতি যুক্তরাজ্য সরকার নতুন করে নজর দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও অতিরিক্ত ওজন নিয়ে ভুগেছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত ওজন বেশ ভুগিয়েছিল বলে গত বছর জানিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তবে করোনা থেকে সেরে ওঠার পর ওজন কমিয়েছেন বরিস জনসন।
ঢাকা: শিশুদের স্থূলতা ঠেকাতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপনে লাগাম টানতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যের চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের প্রায় ১০ শতাংশই স্থূলতায় ভুগছে। ১০ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে এই সংখ্যা বেড়ে ২০ দশমিক ২ শতাংশে দাঁড়ায়।
সংস্থাটি আরও জানায়, যুক্তরাজ্যে চারজনের মধ্যে একটি শিশুই স্থূলতায় ভুগছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের শেষের দিক থেকে যুক্তরাজ্যের টেলিভিশনগুলোতে উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন রাত ৯টার আগে সম্প্রচার করা যাবে না।
যুক্তরাজ্যে জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জো চার্চিল বলেন, নতুন এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো শিশুদের ‘অস্বাস্থ্যকর বিজ্ঞাপন’ থেকে রক্ষা করা।
২০১৯ সালের বিজ্ঞাপন বিশ্লেষণ করে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা ৬০ শতাংশই বিজ্ঞাপন ছিল উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের।
তবে যুক্তরাজ্য সরকারের নতুন এই নিয়মে অনলাইনে প্রচারিত সকল জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ করা হবে না। যদিও জাঙ্ক ফুডবিরোধীদের পক্ষ থেকে অনেক দিন থেকেই এই দাবি জানানো হচ্ছে।
প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ব্রিটেনের পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে খাদ্য বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করছে।
করোনায় অতিরিক্ত ওজনের ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় জাঙ্ক ফুডের প্রতি যুক্তরাজ্য সরকার নতুন করে নজর দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও অতিরিক্ত ওজন নিয়ে ভুগেছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত ওজন বেশ ভুগিয়েছিল বলে গত বছর জানিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তবে করোনা থেকে সেরে ওঠার পর ওজন কমিয়েছেন বরিস জনসন।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৫ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৬ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৭ ঘণ্টা আগে