ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর রুশ হামলার পরিকল্পনায় সহযোগীতার অভিযোগে এক ইউক্রেনীয় নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা পরিষেবা এসবিইউ। ইউক্রেনের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের সময় তথ্যদাতা ওই নারীকে আটক করা হয়। আজ সোমবার এসবিইউর বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এসবিইউ জানিয়েছে, আটক হওয়া নারী ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে জেলেনস্কির সফরের ভ্রমণসূচি খুঁজে বের করতে গোয়েন্দাগিরি করছিলেন। সংস্থাটি ওই নারীকে আটকের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, মুখোশধারী কর্মকর্তারা একটি রান্নাঘরে নারীকে আটক করেছেন। তবে ওই নারীর চেহারা ঝাপসা করে দেওয়া হয়েছে।
সেই সঙ্গে সামরিক কার্যকলাপ সম্পর্কে মুঠোফোনের কিছু বার্তা এবং হাতে লেখা নোটও প্রকাশ করা হয়েছে।
এসবিইউ বলেছে, ইউক্রেন সময়ের আগেই চক্রান্ত সম্পর্কে সচেতন ছিল এবং জেলেনস্কির সফরের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।
অভিযোগে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রাশিয়াকে ‘মাইকোলাইভ অঞ্চলে ব্যাপক বিমান হামলার’ প্রস্তুতি নিতে সহায়তা করেছে। তিনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং গোলাবারুদসহ গুদামগুলোর অবস্থানের তথ্য খুঁজছিলেন।
সেই সঙ্গে বিভিন্ন জায়গার ছবি তুলেছেন এবং ব্যক্তিগতভাবে এলাকার পরিচিতদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন।
এসবিইউর মতে, রাশিয়ার গোপন পরিষেবাগুলোতে গোয়েন্দা তথ্য দেওয়ার চেষ্টা করার সময় কর্মকর্তারা ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন।
অভিযুক্ত নারী মাইকোলাইভ অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় ওচাকিভ শহরে থাকতেন এবং আগে সেখানে সামরিক ঘাঁটিতে একটি দোকানে কাজ করতেন বলে জানা গেছে। তাকে অস্ত্র ও সেনাদের গতিবিধি সম্পর্কে তথ্যের অননুমোদিত প্রচারের অভিযোগের মুখোমুখি করা হতে পারে।
দোষী সাব্যস্ত হলে তাকে ১২ বছর পর্যন্ত কারাবাস করতে হতে পারে। মস্কোর সামরিক বাহিনীকে তথ্য দেওয়ার জন্য ইউক্রেন নিয়মিত স্থানীয় বাসিন্দাদের অভিযুক্ত করে।
জেলেনস্কি সোমবার টেলিগ্রামে বলেছেন, এসবিইউর প্রধান তাকে ‘বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই’ সম্পর্কে হালনাগাদ তথ্য দিয়েছেন। কাখোভকা বাঁধ ভাঙার কারণে সৃষ্ট বন্যা সেখানে আঘাত হানার পর জুনে এবং গোলাবর্ষণের পর জুলাইতে জেলেনস্কি মাইকোলাইভ অঞ্চল পরিদর্শন করেছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর রুশ হামলার পরিকল্পনায় সহযোগীতার অভিযোগে এক ইউক্রেনীয় নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা পরিষেবা এসবিইউ। ইউক্রেনের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের সময় তথ্যদাতা ওই নারীকে আটক করা হয়। আজ সোমবার এসবিইউর বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এসবিইউ জানিয়েছে, আটক হওয়া নারী ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে জেলেনস্কির সফরের ভ্রমণসূচি খুঁজে বের করতে গোয়েন্দাগিরি করছিলেন। সংস্থাটি ওই নারীকে আটকের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, মুখোশধারী কর্মকর্তারা একটি রান্নাঘরে নারীকে আটক করেছেন। তবে ওই নারীর চেহারা ঝাপসা করে দেওয়া হয়েছে।
সেই সঙ্গে সামরিক কার্যকলাপ সম্পর্কে মুঠোফোনের কিছু বার্তা এবং হাতে লেখা নোটও প্রকাশ করা হয়েছে।
এসবিইউ বলেছে, ইউক্রেন সময়ের আগেই চক্রান্ত সম্পর্কে সচেতন ছিল এবং জেলেনস্কির সফরের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।
অভিযোগে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রাশিয়াকে ‘মাইকোলাইভ অঞ্চলে ব্যাপক বিমান হামলার’ প্রস্তুতি নিতে সহায়তা করেছে। তিনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং গোলাবারুদসহ গুদামগুলোর অবস্থানের তথ্য খুঁজছিলেন।
সেই সঙ্গে বিভিন্ন জায়গার ছবি তুলেছেন এবং ব্যক্তিগতভাবে এলাকার পরিচিতদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন।
এসবিইউর মতে, রাশিয়ার গোপন পরিষেবাগুলোতে গোয়েন্দা তথ্য দেওয়ার চেষ্টা করার সময় কর্মকর্তারা ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন।
অভিযুক্ত নারী মাইকোলাইভ অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় ওচাকিভ শহরে থাকতেন এবং আগে সেখানে সামরিক ঘাঁটিতে একটি দোকানে কাজ করতেন বলে জানা গেছে। তাকে অস্ত্র ও সেনাদের গতিবিধি সম্পর্কে তথ্যের অননুমোদিত প্রচারের অভিযোগের মুখোমুখি করা হতে পারে।
দোষী সাব্যস্ত হলে তাকে ১২ বছর পর্যন্ত কারাবাস করতে হতে পারে। মস্কোর সামরিক বাহিনীকে তথ্য দেওয়ার জন্য ইউক্রেন নিয়মিত স্থানীয় বাসিন্দাদের অভিযুক্ত করে।
জেলেনস্কি সোমবার টেলিগ্রামে বলেছেন, এসবিইউর প্রধান তাকে ‘বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই’ সম্পর্কে হালনাগাদ তথ্য দিয়েছেন। কাখোভকা বাঁধ ভাঙার কারণে সৃষ্ট বন্যা সেখানে আঘাত হানার পর জুনে এবং গোলাবর্ষণের পর জুলাইতে জেলেনস্কি মাইকোলাইভ অঞ্চল পরিদর্শন করেছিলেন।
ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
৬ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের ভূখণ্ড অদলবদল আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে।
২৫ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপরই এখন যুদ্ধবিরতি আলোচনার দায়িত্ব বর্তেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে তিনি জানান, শিগগিরই জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজন করা হবে।
৩৪ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চান, ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি নিয়ে আলোচনার জন্য তাঁদের সম্ভাব্য বৈঠকে তিনি উপস্থিত থাকুন।
৪৪ মিনিট আগে