Ajker Patrika

পুতিন আর আমার দেখা না হলে কিছুই হবে না—ইউক্রেনে যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প

অনলাইন ডেস্ক
ইউক্রেনে যুদ্ধবিরতির প্রসঙ্গে বহনকারী বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিএনএন
ইউক্রেনে যুদ্ধবিরতির প্রসঙ্গে বহনকারী বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিএনএন

তুরস্কের ইস্তাম্বুলে আজ বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মুখোমুখি শান্তি আলোচনা হওয়ার কথা থাকলেও এর বিস্তারিত এখনো অনিশ্চিত। ২০২২ সালের পর এটিই হতে যাচ্ছে দেশ দুটির মধ্যে প্রথম সরাসরি আলোচনা।

তবে এমন পরিস্থিতির মধ্যে নিজের গুরুত্ব তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতির আলোচনা সফল হতে পারে, শুধুমাত্র যদি তাঁর সঙ্গে পুতিনের দেখা হয়।

বর্তমানে উপসাগরীয় দেশগুলোতে সফররত ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘দেখুন, কিছুই ঘটবে না যতক্ষণ না পুতিন এবং আমি একসঙ্গে বসি। ঠিক আছে?’

তিনি আরও যোগ করেন, ‘এটা স্পষ্ট যে, তিনি (পুতিন) যাচ্ছেন না (তুরস্কে)। তিনি ভেবেছিলেন, আমি যাব। আমি না গেলে, তিনি যাবেন না। আমি বিশ্বাস করি, আপনারা পছন্দ করুন বা না করুন, আমাদের দেখা না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না। কিন্তু এটা সমাধান করতে হবে, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।’

এদিকে লাইভ প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল ইতিমধ্যেই তুরস্কে অবস্থান করছে। তবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এখনো কোনো বৈঠক নির্ধারিত হয়নি।

পুতিন ও ট্রাম্প কেউই এই আলোচনায় উপস্থিত থাকবেন না। ইউক্রেনের প্রতিনিধি দলটি এখনো তুরস্কের আঙ্কারায় অবস্থান করছে, তারা এখনো ইস্তাম্বুলে পৌঁছাননি।

তুরস্কের বৈঠককে সামনে রেখে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন—বৈঠকে পুতিন উপস্থিত থাকলে তিনিও যাবেন।

তবে আজ বৃহস্পতিবার সকালে জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া কিছু ‘অভিনেতা’ বা ‘নকল প্রতিনিধি’ পাঠিয়েছে। কারণ তাদের প্রতিনিধি দল অত্যন্ত জুনিয়র পর্যায়ের।

এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে, যেখানে তিনি সরাসরিই বলেছেন, ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে তাঁর এবং পুতিনের ব্যক্তিগত সাক্ষাতের ওপর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত