Ajker Patrika

‘পুতিনকে বোঝে না যুক্তরাষ্ট্র’

‘পুতিনকে বোঝে না যুক্তরাষ্ট্র’

ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে তাঁর উপদেষ্টাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছেন বলে সম্প্রতি অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এই ইস্যুতে পাল্টা বক্তব্য দিয়েছে ক্রেমলিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এ নিয়ে সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা পেন্টাগনের কাছে কী ঘটছে সে সম্পর্কে প্রকৃত তথ্য নেই। ক্রেমলিনে কী ঘটছে তা তারা বুঝতে পারে না। তারা প্রেসিডেন্ট পুতিনকে বোঝে না, তারা বোঝে না কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারা আমাদের কাজের ধরন বোঝে না। 

ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য উদ্বেগজনক কারণ এই ধরনের সম্পূর্ণ ভুল বোঝাবুঝি ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায় যার পরিণতি খারাপ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত