Ajker Patrika

দিনিপ্রোতে রুশ হামলায় নিহত ১

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪: ১৯
দিনিপ্রোতে রুশ হামলায় নিহত ১

আধা ঘণ্টার ব্যবধানে ইউক্রেনের দুটি নতুন শহরে হামলা করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের লুতস্ক ও দিনিপ্রো শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দিনিপ্রোতে রুশ হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানিয়েছে, দিনিপ্রোর নোভোকডাটস্কি জেলায় একজন নিহত হয়েছেন। শহরে তিনটি বিমান হামলা হয়েছে। একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি দোতলা জুতার কারখানায়ও আগুন লেগেছে। 

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের লুতস্ক ও দিনিপ্রো শহর দুটি দিনিপার নদীর তীরে অবস্থিত। এর আগে শহর দুটিতে হামলা হয়নি। এই অঞ্চলকে মধ্য-পূর্ব ইউক্রেনের প্রধান দুর্গ মনে করা হয়। 

এই শহর দুটিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের আরও কয়েকটি শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। 

বিবিসি অপর এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস নতুন একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে নতুন করে অবস্থান নিয়েছে। 

গতকাল বৃহস্পতিবার একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কিয়েভের কাছাকাছি তিন মাইল সরে গেছে। যেকোনো সময় রুশ সেনারা কিয়েভে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন। 

দুই সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধবিরতি ও মানবিক সংকট সমাধানে তুরস্কের আন্তালিয়া শহরে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শান্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত