ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনটি এখন তাঁর স্কটল্যান্ডের একটি প্রাসাদে রয়েছে। সেখান থেকে কফিনটি ঐতিহাসিক সেন্ট জাইলস ক্যাথেড্রালে নিয়ে যাওয়া হবে। রানির সেই কফিনযাত্রায় অংশ নিতে আজ সোমবার স্কটল্যান্ডের এডিনবার্গে যাবেন রাজা তৃতীয় চার্লস। সেখানে তাঁর ভাই বোনেরাও অংশ নেবেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নতুন রাজা তৃতীয় চার্লস কফিনযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি বিনিদ্র প্রার্থনায় অংশ নেবেন। সেখানে রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরাও থাকবেন। এরপর রাজা চার্লস মঙ্গলবারে লন্ডনে ফিরে আসবেন।
গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরালে ৯৬ বছর বয়সে মারা গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ রাজ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।
রোববারে রানির কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বালমোরাল থেকে তাঁর কফিনবাহী গাড়িটি স্কটল্যান্ডের গ্রাম ও ছোট শহরের মধ্য দিয়ে ছয় ঘণ্টার পথ পাড়ি দিয়ে এডিনবার্গে পৌঁছায়। কফিনবাহী শবযানটি যখন গ্রাম ও শহরের ভেতর দিয়ে যাচ্ছিল তখন হাজার হাজার ভক্ত রানিকে শ্রদ্ধা জানাতে পথের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। অনেক ভক্ত ও শুভানুধ্যায়ী এডিনবার্গেও জড়ো হয়েছেন।
২৪ বছর বয়সী রাচেল লিন্ডসে বলেছেন, ‘এটি খুবই দুঃখজনক। এমন একটি দুঃখজনক ঘটনা ঘটবে, তা আমি আশা করিনি। আমি ভেবেছিলাম, তিনি চিরকাল বেঁচে থাকবেন।’
আজ স্কটল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার আগে ৭৩ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস আরেকটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটিশ পার্লামেন্টে যাবেন। রানির মৃত্যুর পর রাজা চার্লস স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনিসহ ১৪টি রাজ্যের রাজা হয়েছেন।
ওয়েস্টমিনস্টার হলে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের আইনপ্রণেতারা রানির মৃত্যুতে আজ আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করবেন। এরপর রাজা একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানাবেন। এরপর তিনি তাঁর বোন অ্যান, ভাই অ্যান্ডু ও অ্যাডওয়ার্ড এবং স্ত্রী ক্যামিলার সঙ্গে আকাশপথে এডিনবার্গে যাবেন।
রানির শবযাত্রার পেছনে তাঁর সন্তানেরা আজ হাঁটবেন। শবযাত্রাটি সৈন্য সজ্জিত হয়ে এডিনবার্গ থেকে সেন্ট জাইলস ক্যাথেড্রালে যাবে।
ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনটি এখন তাঁর স্কটল্যান্ডের একটি প্রাসাদে রয়েছে। সেখান থেকে কফিনটি ঐতিহাসিক সেন্ট জাইলস ক্যাথেড্রালে নিয়ে যাওয়া হবে। রানির সেই কফিনযাত্রায় অংশ নিতে আজ সোমবার স্কটল্যান্ডের এডিনবার্গে যাবেন রাজা তৃতীয় চার্লস। সেখানে তাঁর ভাই বোনেরাও অংশ নেবেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নতুন রাজা তৃতীয় চার্লস কফিনযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি বিনিদ্র প্রার্থনায় অংশ নেবেন। সেখানে রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরাও থাকবেন। এরপর রাজা চার্লস মঙ্গলবারে লন্ডনে ফিরে আসবেন।
গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরালে ৯৬ বছর বয়সে মারা গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ রাজ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।
রোববারে রানির কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বালমোরাল থেকে তাঁর কফিনবাহী গাড়িটি স্কটল্যান্ডের গ্রাম ও ছোট শহরের মধ্য দিয়ে ছয় ঘণ্টার পথ পাড়ি দিয়ে এডিনবার্গে পৌঁছায়। কফিনবাহী শবযানটি যখন গ্রাম ও শহরের ভেতর দিয়ে যাচ্ছিল তখন হাজার হাজার ভক্ত রানিকে শ্রদ্ধা জানাতে পথের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। অনেক ভক্ত ও শুভানুধ্যায়ী এডিনবার্গেও জড়ো হয়েছেন।
২৪ বছর বয়সী রাচেল লিন্ডসে বলেছেন, ‘এটি খুবই দুঃখজনক। এমন একটি দুঃখজনক ঘটনা ঘটবে, তা আমি আশা করিনি। আমি ভেবেছিলাম, তিনি চিরকাল বেঁচে থাকবেন।’
আজ স্কটল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার আগে ৭৩ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস আরেকটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটিশ পার্লামেন্টে যাবেন। রানির মৃত্যুর পর রাজা চার্লস স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনিসহ ১৪টি রাজ্যের রাজা হয়েছেন।
ওয়েস্টমিনস্টার হলে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের আইনপ্রণেতারা রানির মৃত্যুতে আজ আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করবেন। এরপর রাজা একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানাবেন। এরপর তিনি তাঁর বোন অ্যান, ভাই অ্যান্ডু ও অ্যাডওয়ার্ড এবং স্ত্রী ক্যামিলার সঙ্গে আকাশপথে এডিনবার্গে যাবেন।
রানির শবযাত্রার পেছনে তাঁর সন্তানেরা আজ হাঁটবেন। শবযাত্রাটি সৈন্য সজ্জিত হয়ে এডিনবার্গ থেকে সেন্ট জাইলস ক্যাথেড্রালে যাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে