দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার সৈন্য এবং রসদ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেন সরকারের কর্মকর্তারা খেরসন অঞ্চলে নিপার নদীর ওপরে অবস্থিত আন্তোনিভস্কি সেতুটি ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে নিপার নদীর ওপর অবস্থিত আন্তোনিভস্কি সেতুর কাছাকাছি বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সেতু হয়েই রাশিয়া দক্ষিণ ইউক্রেনে সৈন্য এবং রসদ পরিবহন করে থাকে। এ ছাড়া, এটি ইউক্রেন থেকে রাশিয়া ভূখণ্ড ক্রিমিয়া প্রবেশের অন্যতম সংযোগ সেতু।
ইউক্রেন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের অপারেশনাল কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ইউক্রেনের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাঁ সেতুতে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং নির্দিষ্টভাবেই তা করা হয়েছে।’
হুমেনিউক আরও বলেন, ‘আমাদের বাহিনী শত্রুদের কৌশলগত সরঞ্জাম এবং রসদ পরিবহন রুটগুলোকে নিয়ন্ত্রণে রাখতে চায়। তাই আমরা অবকাঠামো ধ্বংস করছি না; আমরা শত্রুর পরিকল্পনাকে ধ্বংস করছি।’ খেরসনের আঞ্চলিক পরিষদের প্রথম উপপ্রধান ইউরি সোবোলেভস্কি বলেছেন, ‘আন্তোনিভস্কি ব্রিজটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এর আগে, আন্তোনিভস্কি ব্রিজটি ক্রিমিয়া থেকে খেরসনে রুশ শক্তিবৃদ্ধি ও সরবরাহকে প্রক্রিয়াকে ব্যাহত করার প্রয়াসে দূরপাল্লার ইউক্রেনের গোলন্দাজ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের লক্ষ্য হলো এই সেতু দিয়ে বেসামরিক লোক চলাচল অব্যাহত রাখা এবং যেকোনো মূল্যে রাশিয়ার সৈন্য এবং রসদ সরবরাহ বাধাগ্রস্ত করা।
এদিকে, রাশিয়ার সৈন্যরা সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই সেখানে আর কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। মস্কো জানিয়েছে, এই মুহূর্তে সেতুটি দিয়ে আর চলাচল সম্ভব নয় এবং সেতুটি মেরামতে দীর্ঘ সময় লেগে যাবে। যার ফলে এই অঞ্চলে দীর্ঘ সময়ের জন্য রাশিয়া সৈন্য এবং রসদ পরিবহন বাধাগ্রস্ত হতে পারে।
দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার সৈন্য এবং রসদ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেন সরকারের কর্মকর্তারা খেরসন অঞ্চলে নিপার নদীর ওপরে অবস্থিত আন্তোনিভস্কি সেতুটি ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে নিপার নদীর ওপর অবস্থিত আন্তোনিভস্কি সেতুর কাছাকাছি বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সেতু হয়েই রাশিয়া দক্ষিণ ইউক্রেনে সৈন্য এবং রসদ পরিবহন করে থাকে। এ ছাড়া, এটি ইউক্রেন থেকে রাশিয়া ভূখণ্ড ক্রিমিয়া প্রবেশের অন্যতম সংযোগ সেতু।
ইউক্রেন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের অপারেশনাল কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ইউক্রেনের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাঁ সেতুতে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং নির্দিষ্টভাবেই তা করা হয়েছে।’
হুমেনিউক আরও বলেন, ‘আমাদের বাহিনী শত্রুদের কৌশলগত সরঞ্জাম এবং রসদ পরিবহন রুটগুলোকে নিয়ন্ত্রণে রাখতে চায়। তাই আমরা অবকাঠামো ধ্বংস করছি না; আমরা শত্রুর পরিকল্পনাকে ধ্বংস করছি।’ খেরসনের আঞ্চলিক পরিষদের প্রথম উপপ্রধান ইউরি সোবোলেভস্কি বলেছেন, ‘আন্তোনিভস্কি ব্রিজটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এর আগে, আন্তোনিভস্কি ব্রিজটি ক্রিমিয়া থেকে খেরসনে রুশ শক্তিবৃদ্ধি ও সরবরাহকে প্রক্রিয়াকে ব্যাহত করার প্রয়াসে দূরপাল্লার ইউক্রেনের গোলন্দাজ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের লক্ষ্য হলো এই সেতু দিয়ে বেসামরিক লোক চলাচল অব্যাহত রাখা এবং যেকোনো মূল্যে রাশিয়ার সৈন্য এবং রসদ সরবরাহ বাধাগ্রস্ত করা।
এদিকে, রাশিয়ার সৈন্যরা সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই সেখানে আর কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। মস্কো জানিয়েছে, এই মুহূর্তে সেতুটি দিয়ে আর চলাচল সম্ভব নয় এবং সেতুটি মেরামতে দীর্ঘ সময় লেগে যাবে। যার ফলে এই অঞ্চলে দীর্ঘ সময়ের জন্য রাশিয়া সৈন্য এবং রসদ পরিবহন বাধাগ্রস্ত হতে পারে।
অবিরাম বর্ষণে পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে হিমাচলের মানালি, কুল্লু, মান্ডি, কিন্নৌর ও শিমলা জেলায় তীব্র ভূমিধস ও হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে। শক্তিশালী স্রোতে মানালি শহরের বহুতল হোটেল, দোকানপাট ও ঘরবাড়ি নদীত
৩১ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরেই নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করে আসছেন। তাঁর ধারণা, এই পুরস্কারের মর্যাদা তাঁকে বিশ্বমঞ্চে এক বিশেষ ও নির্বাচিত ক্লাবের সদস্য করবে। তবে মার্কিন ট্রাম্পের নোবেল জয়, কোনো নির্বাচনের ওপর নয়, নির্ভর করে মাত্র পাঁচজন ব্যক্তির সিদ্ধান্তের
১ ঘণ্টা আগেভারতের আসাম রাজ্যে আবারও শুরু হয়েছে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে ধরপাকড়। রাজ্য সরকার দাবি করছে, সীমান্ত পেরিয়ে আসামে অনেক বাংলাদেশি ঢুকেছে। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স বলছে, বাস্তবে এই অভিযানের মূল শিকার হচ্ছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামে থাকা বাংলা ভাষাভাষী পরিবারগুলো।
২ ঘণ্টা আগেগাজায় যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এ যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি’ ঘটতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে