ইউক্রেনে রাশিয়ার ড্রোন ব্যবহারের তদন্তের আহ্বানে সাড়া দিয়েছে জাতিসংঘ। এই তদন্তের বিরুদ্ধে জাতিসংঘকে সতর্ক করেছে রাশিয়া। তারা জাতিসংঘের মহাসচিবকে তদন্ত থেকে বিরত থাকতে আহ্বান করেছে। বলা হচ্ছে, যে ড্রোনগুলো ব্যবহার করা হচ্ছে, তা ইরান থেকে এসেছে এবং দেশটি জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। আল-জাজিরার খবরে এমনটি বলা হয়েছে।
গত সোমবার কিয়েভে একটি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হওয়ার এবং পাওয়ার স্টেশন ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতির পরে ড্রোনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।
ইউক্রেন বলছে, তাদের সামরিক বাহিনী এক মাসেরও বেশি সময়ের মধ্যে ২২০টিরও বেশি ইরানি ড্রোন গুলি করে ধ্বংস করেছে, যা আনুষ্ঠানিকভাবে আনক্রুড এরিয়াল ভেহিক্যাল (UAV) নামে পরিচিত। এর কিছু ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে, যা দেখার জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইউক্রেনে আমন্ত্রণ জানানো হয়েছে।
গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি জোর দিয়ে বলেছেন, যে অস্ত্র-গুলি রাশিয়ায় তৈরি করা হয়েছিল বলা হচ্ছে, তা ‘ভিত্তিহীন’। এই ষড়যন্ত্রতত্ত্বের নিন্দা জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, ‘গুতেরেস ও তাঁর কর্মীদের কোনো অবৈধ তদন্তে জড়িত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি। অন্যথায় তাদের সঙ্গে আমাদের সহযোগিতার পুনর্মূল্যায়ন করতে হবে।’
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তাদের কাছে প্রমাণ রয়েছে যে ইরান রাশিয়াকে শাহেদ-১৩৬ ড্রোন কম দামে সরবরাহ করেছিল, যা অবতরণের সময় বিস্ফোরিত হয়। ওয়াশিংটন বলেছে, যেকোনো অস্ত্র হস্তান্তর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২৩১-এর লঙ্ঘন, যা ২০১৫ সালের জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের (JCPOA) অংশ, যা এখন ইরানের পারমাণবিক কর্মকাণ্ড রোধ করতে এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার জন্য একটি মরিবন্ড চুক্তি।
তেহরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করার বিষয়টি অস্বীকার করে বলেছে, ‘তারা এই অভিযোগগুলো পরিষ্কার করার জন্য ইউক্রেনের সঙ্গে সংলাপ ও আলোচনার জন্য প্রস্তুত ছিল।’ একই সময়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছিলেন, তেহরানের সঙ্গে ইউক্রেনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত।
গতকাল বুধবার জাতিসংঘে নিয়োজিত ইরানের দূত আমির সাইদ ইরাভানি ড্রোন স্থানান্তরের বিষয়কে ‘ভিত্তিহীন ও অপ্রমাণিত দাবি’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তেহরান যুদ্ধের বিষয়ে ভোটে বিরত ছিল, এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় তেহরান।
ইরাভানি বলেছিলেন, গুতেরেসকে তদন্তের জন্য ইউক্রেনের আমন্ত্রণের কোনো আইনি ভিত্তি নেই। তিনি আরও বলেন, ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে, আনক্রুড এরিয়াল ভেহিকেলসহ (UAV) কোনো অস্ত্র রপ্তানি রেজল্যুশন ২২৩১ লঙ্ঘন করে না।
ইউক্রেনে রাশিয়ার ড্রোন ব্যবহারের তদন্তের আহ্বানে সাড়া দিয়েছে জাতিসংঘ। এই তদন্তের বিরুদ্ধে জাতিসংঘকে সতর্ক করেছে রাশিয়া। তারা জাতিসংঘের মহাসচিবকে তদন্ত থেকে বিরত থাকতে আহ্বান করেছে। বলা হচ্ছে, যে ড্রোনগুলো ব্যবহার করা হচ্ছে, তা ইরান থেকে এসেছে এবং দেশটি জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। আল-জাজিরার খবরে এমনটি বলা হয়েছে।
গত সোমবার কিয়েভে একটি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হওয়ার এবং পাওয়ার স্টেশন ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতির পরে ড্রোনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।
ইউক্রেন বলছে, তাদের সামরিক বাহিনী এক মাসেরও বেশি সময়ের মধ্যে ২২০টিরও বেশি ইরানি ড্রোন গুলি করে ধ্বংস করেছে, যা আনুষ্ঠানিকভাবে আনক্রুড এরিয়াল ভেহিক্যাল (UAV) নামে পরিচিত। এর কিছু ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে, যা দেখার জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইউক্রেনে আমন্ত্রণ জানানো হয়েছে।
গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি জোর দিয়ে বলেছেন, যে অস্ত্র-গুলি রাশিয়ায় তৈরি করা হয়েছিল বলা হচ্ছে, তা ‘ভিত্তিহীন’। এই ষড়যন্ত্রতত্ত্বের নিন্দা জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, ‘গুতেরেস ও তাঁর কর্মীদের কোনো অবৈধ তদন্তে জড়িত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি। অন্যথায় তাদের সঙ্গে আমাদের সহযোগিতার পুনর্মূল্যায়ন করতে হবে।’
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তাদের কাছে প্রমাণ রয়েছে যে ইরান রাশিয়াকে শাহেদ-১৩৬ ড্রোন কম দামে সরবরাহ করেছিল, যা অবতরণের সময় বিস্ফোরিত হয়। ওয়াশিংটন বলেছে, যেকোনো অস্ত্র হস্তান্তর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২৩১-এর লঙ্ঘন, যা ২০১৫ সালের জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের (JCPOA) অংশ, যা এখন ইরানের পারমাণবিক কর্মকাণ্ড রোধ করতে এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার জন্য একটি মরিবন্ড চুক্তি।
তেহরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করার বিষয়টি অস্বীকার করে বলেছে, ‘তারা এই অভিযোগগুলো পরিষ্কার করার জন্য ইউক্রেনের সঙ্গে সংলাপ ও আলোচনার জন্য প্রস্তুত ছিল।’ একই সময়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছিলেন, তেহরানের সঙ্গে ইউক্রেনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত।
গতকাল বুধবার জাতিসংঘে নিয়োজিত ইরানের দূত আমির সাইদ ইরাভানি ড্রোন স্থানান্তরের বিষয়কে ‘ভিত্তিহীন ও অপ্রমাণিত দাবি’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তেহরান যুদ্ধের বিষয়ে ভোটে বিরত ছিল, এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় তেহরান।
ইরাভানি বলেছিলেন, গুতেরেসকে তদন্তের জন্য ইউক্রেনের আমন্ত্রণের কোনো আইনি ভিত্তি নেই। তিনি আরও বলেন, ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে, আনক্রুড এরিয়াল ভেহিকেলসহ (UAV) কোনো অস্ত্র রপ্তানি রেজল্যুশন ২২৩১ লঙ্ঘন করে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সাবেক ট্রাক মেকানিক টিম ফ্রিড ১৮ বছর ধরে নিজ শরীরে কোবরা, মাম্বা, রেটলস্ন্যাকসহ ১৬ প্রজাতির প্রাণঘাতী সাপের বিষ প্রয়োগ করে এক ব্যতিক্রমী রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলেছেন। এর ফলে বিজ্ঞানীরা এখন তৈরি করতে পেরেছেন ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও কার্যকর অ্যান্টিভেনম। এটি ভবিষ্
৮ ঘণ্টা আগে২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করার পর হ্যারির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থাকে ‘নিম্ন মানের’ এবং ‘অসম আচরণ’ বলে দাবি করে আসছিলেন। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে।
৯ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
১০ ঘণ্টা আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
১১ ঘণ্টা আগে