Ajker Patrika

ইউক্রেন সংকটের মধ্যেই আজ পুতিন-চিন পিংয়ের বৈঠক 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৫
ইউক্রেন সংকটের মধ্যেই আজ পুতিন-চিন পিংয়ের বৈঠক 

প্রায় দুই বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আজ শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান উত্তেজনার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের এই শক্তিধর দুই নেতাই বেইজিং স্থানীয় সময় সন্ধ্যায় শীতকালীন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

গত বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইউরোপের নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠকে বসতে যাচ্ছেন।

ওই দিন ক্রেমলিনের মুখপাত্র বলেন, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সি এবং পুতিনের মধ্যে আলোচনা হবে।

২০২০ সালের পর থেকে চীনের বাইরে সফরে যাননি দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এবার অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় ২১ দেশের নেতারা। এদিকে চীনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই অলিম্পিক বয়কট করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনীতিকেরা।

সমাজতান্ত্রিক দেশ হিসেবে সোভিয়েত ইউনিয়নের সমর্থন পেত চীন। তবে আদর্শগত কারণে এ দুই দেশের মধ্যে বিভেদ তৈরি হয়।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে হামলা করার জন্য সীমান্তে প্রায় ১ লাখের মতো সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে রাশিয়া বলছে, তারা ইউক্রেনে হামলা চালাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত