Ajker Patrika

প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন উহানের ল্যাব কর্মীরা: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন উহানের ল্যাব কর্মীরা: ওয়াল স্ট্রিট জার্নাল

ঢাকা: সারা বিশ্বে এক বছরেরও বেশি সময় ধরে দাপট দেখাচ্ছে করোনা। করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথা থেকে এবং কীভাবে এই করোনা সারা বিশ্বে ছড়িয়েছে এ নিয়ে মানুষের জানার আগ্রহের কমতি নেই।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাকে ‘চীনা ভাইরাস’ নামে অভিহিত করেছিলেন। চীন থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে করোনার শুরু থেকেই দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এবার করোনা নিয়ে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সামনে এনেছে নতুন তথ্য। গতকাল রোববার এক প্রতিবেদনে প্রথম করোনা শনাক্ত ও ছড়িয়ে পড়া নিয়ে নতুন তথ্য তুলে ধরেছে এই গণমাধ্যমটি।

রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, চীন করোনা মহামারির তথ্য প্রকাশ করার আগেই ২০১৯ সালের নভেম্বরে দেশটির উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির (ডব্লিউআইভি) তিন গবেষক হাসপাতলে চিকিৎসা নিয়েছিলেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অপ্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্যও উল্লেখ করেছে পত্রিকাটি।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, চীনের উহানের গবেষণাগার থেকে করোনা ছড়িয়ে পড়ার ব্যাপারে বৃহত্তর তদন্তের যে দাবি এতোদিন করা হচ্ছিল, এই প্রতিবেদনের মাধ্যমে সেই দাবিটি আরও জোরালো হলো।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, এই প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গুরুত্বপূর্ণ বৈঠক সন্নিকটে। ডব্লিউএইচও’র ওই বৈঠকে করোনাভাইরাসের উৎস অনুসন্ধান বিষয়ক চলমান তদন্তের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র। তবে তিনি বলেছেন, চীনে উৎপত্তিসহ করোনা মহামারির প্রথম দিনগুলো সম্পর্কে জো বাইডেন প্রশাসনের অনুসন্ধানী কাজ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন বিশ্বের ১৬ কোটি ৭৫ লাখের বেশি মানুষ। আর মারা গেছেন প্রায় ৩৪ লাখ ৭৮ হাজার মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত