ঢাকা: সারা বিশ্বে এক বছরেরও বেশি সময় ধরে দাপট দেখাচ্ছে করোনা। করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথা থেকে এবং কীভাবে এই করোনা সারা বিশ্বে ছড়িয়েছে এ নিয়ে মানুষের জানার আগ্রহের কমতি নেই।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাকে ‘চীনা ভাইরাস’ নামে অভিহিত করেছিলেন। চীন থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে করোনার শুরু থেকেই দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এবার করোনা নিয়ে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সামনে এনেছে নতুন তথ্য। গতকাল রোববার এক প্রতিবেদনে প্রথম করোনা শনাক্ত ও ছড়িয়ে পড়া নিয়ে নতুন তথ্য তুলে ধরেছে এই গণমাধ্যমটি।
রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, চীন করোনা মহামারির তথ্য প্রকাশ করার আগেই ২০১৯ সালের নভেম্বরে দেশটির উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির (ডব্লিউআইভি) তিন গবেষক হাসপাতলে চিকিৎসা নিয়েছিলেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অপ্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্যও উল্লেখ করেছে পত্রিকাটি।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, চীনের উহানের গবেষণাগার থেকে করোনা ছড়িয়ে পড়ার ব্যাপারে বৃহত্তর তদন্তের যে দাবি এতোদিন করা হচ্ছিল, এই প্রতিবেদনের মাধ্যমে সেই দাবিটি আরও জোরালো হলো।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, এই প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গুরুত্বপূর্ণ বৈঠক সন্নিকটে। ডব্লিউএইচও’র ওই বৈঠকে করোনাভাইরাসের উৎস অনুসন্ধান বিষয়ক চলমান তদন্তের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র। তবে তিনি বলেছেন, চীনে উৎপত্তিসহ করোনা মহামারির প্রথম দিনগুলো সম্পর্কে জো বাইডেন প্রশাসনের অনুসন্ধানী কাজ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন বিশ্বের ১৬ কোটি ৭৫ লাখের বেশি মানুষ। আর মারা গেছেন প্রায় ৩৪ লাখ ৭৮ হাজার মানুষ।
ঢাকা: সারা বিশ্বে এক বছরেরও বেশি সময় ধরে দাপট দেখাচ্ছে করোনা। করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথা থেকে এবং কীভাবে এই করোনা সারা বিশ্বে ছড়িয়েছে এ নিয়ে মানুষের জানার আগ্রহের কমতি নেই।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাকে ‘চীনা ভাইরাস’ নামে অভিহিত করেছিলেন। চীন থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে করোনার শুরু থেকেই দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এবার করোনা নিয়ে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সামনে এনেছে নতুন তথ্য। গতকাল রোববার এক প্রতিবেদনে প্রথম করোনা শনাক্ত ও ছড়িয়ে পড়া নিয়ে নতুন তথ্য তুলে ধরেছে এই গণমাধ্যমটি।
রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, চীন করোনা মহামারির তথ্য প্রকাশ করার আগেই ২০১৯ সালের নভেম্বরে দেশটির উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির (ডব্লিউআইভি) তিন গবেষক হাসপাতলে চিকিৎসা নিয়েছিলেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অপ্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্যও উল্লেখ করেছে পত্রিকাটি।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, চীনের উহানের গবেষণাগার থেকে করোনা ছড়িয়ে পড়ার ব্যাপারে বৃহত্তর তদন্তের যে দাবি এতোদিন করা হচ্ছিল, এই প্রতিবেদনের মাধ্যমে সেই দাবিটি আরও জোরালো হলো।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, এই প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গুরুত্বপূর্ণ বৈঠক সন্নিকটে। ডব্লিউএইচও’র ওই বৈঠকে করোনাভাইরাসের উৎস অনুসন্ধান বিষয়ক চলমান তদন্তের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র। তবে তিনি বলেছেন, চীনে উৎপত্তিসহ করোনা মহামারির প্রথম দিনগুলো সম্পর্কে জো বাইডেন প্রশাসনের অনুসন্ধানী কাজ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন বিশ্বের ১৬ কোটি ৭৫ লাখের বেশি মানুষ। আর মারা গেছেন প্রায় ৩৪ লাখ ৭৮ হাজার মানুষ।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৮ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৯ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১১ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে