Ajker Patrika

মৃত সেনাদের হেয় করে মন্তব্য করায় চীনা ব্লগারের কারাদণ্ড

মৃত সেনাদের হেয় করে মন্তব্য করায় চীনা ব্লগারের কারাদণ্ড

ঢাকা: গত বছর লাদাখে সংঘর্ষে নিহত চীনা সেনাদের নিয়ে বিরূপ মন্তব্য করায় কিউ জিমিং নামের চীনের এক ব্লগারকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, বীর সেনাদের হেয় করার অভিযোগে ওই ব্লগারকে শাস্তি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বীর সেনাদের হেয় করা ইস্যুতে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রেখে চীনে অপরাধ আইন সংশোধন হয়েছে। এই আইনের আওতায় কিউ জিমিং-ই প্রথম ব্যক্তি হিসেবে শাস্তি পেলেন।

মৃত সেনাদের নিয়ে হেয় মন্তব্য করায় কিউকে প্রকাশ্যে ক্ষমতা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে কিউ জানিয়েছেন, তিনি তাঁর মন্তব্যের জন্য ভীষণভাবে লজ্জিত।

গত বছর জুনে লাদাখে ভারত এবং চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘাত ভারতের ২০ সেনার মৃত্যু হয় । তখন চীন দাবি করে যে ওই সংঘাতে তাদের কোনো সেনার মৃত্যু হয়নি,। কিন্তু পরে বেইজিং স্বীকার করে যে লাদাখ সংঘাতে তাদের চার সেনার মৃত্যু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টর্চ জ্বালিয়ে গাজা যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই সাংবাদিক নিহত

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী প্রথম বাস গাজায় পৌঁছাল

পুতিনকে বলব—যুদ্ধ বন্ধ কর, নইলে ইউক্রেনকে ট্যোমাহক দেব: ট্রাম্প

সরকারি উচ্চবিদ্যালয়ের কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সংসার!

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত