চীনের উত্তরাঞ্চলীয় শহর জিয়ানে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটিতে কঠোর লকডাউন জারি করা হচ্ছে। এতে শহরটির এক কোটি ৩০ লাখ মানুষকে এখন ঘরবন্দী থাকতে হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শহরটিতে কঠোর লকডাউন শুরু হয়।
আগামী ফেব্রুয়ারিতে চীনের রাজধানী বেইজিংয়ে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। এ কারণে চীন উচ্চ সতর্কতায় রয়েছে কারণ এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি শহরে করোনার সংক্রমণ বেড়েছে।
আজ বুধবার জিয়ান শহরে ৫২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত শহরটিতে ১৪৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
চীন সরকারের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে জিয়ান শহরের সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য প্রতি দুই দিনে একবার পরিবারের একজন সদস্যকে বাইরে পাঠাতে পারবে। এ ছাড়া জরুরি অবস্থা ছাড়া অন্য সকলকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জিয়ান শহরের পক্ষ থেকে আরও বলা হয়, বাসিন্দাদের "প্রয়োজন না হলে শহর ছেড়ে যাওয়া উচিত নয়। আর বিশেষ পরিস্থিতিতে ছাড়তে হলে যথাযথ প্রমাণ দেখাতে হবে।
এর আগে জিয়ান শহর কর্তৃপক্ষ জানায়, করোনার সংক্রমণ বাড়ায় শহরটির এক কোটি ৩০ লাখ মানুষের করোনা পরীক্ষা করান হবে।
জিয়ান শহর থেকে এরই মধ্যে দূরবর্তী বাস চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন হাইওয়েতে চেকপোস্ট বসানো হয়েছে।
চীনের ফ্লাইট ট্র্যাকার ভ্যারিফ্লাইটের পক্ষ থেকে জানানো হয়, শহরের প্রধান বিমানবন্দর থেকে আসা এবং যাওয়া ৮৫ শতাংশের বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে। শহরের অভ্যন্তরে, বাস এবং ট্রেনগুলোতে যাত্রী কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরটির স্কুলও বন্ধ করা হয়েছে।
চীনের সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, সুপারমার্কেট ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলি বাদ দিয়ে সমস্ত কম প্রয়োজনীয় ব্যবসাগুলোকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার কোম্পানিগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
শহরটিতে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার মাত্র একজনের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর চীনের গুয়াংজি অঞ্চলের ডংজিং শহরের ২০ লাখ মানুষকে গৃহবন্দী করা হয়েছে।
চীনে ২০১৯ সালে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়।
চীনের উত্তরাঞ্চলীয় শহর জিয়ানে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটিতে কঠোর লকডাউন জারি করা হচ্ছে। এতে শহরটির এক কোটি ৩০ লাখ মানুষকে এখন ঘরবন্দী থাকতে হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শহরটিতে কঠোর লকডাউন শুরু হয়।
আগামী ফেব্রুয়ারিতে চীনের রাজধানী বেইজিংয়ে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। এ কারণে চীন উচ্চ সতর্কতায় রয়েছে কারণ এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি শহরে করোনার সংক্রমণ বেড়েছে।
আজ বুধবার জিয়ান শহরে ৫২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত শহরটিতে ১৪৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
চীন সরকারের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে জিয়ান শহরের সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য প্রতি দুই দিনে একবার পরিবারের একজন সদস্যকে বাইরে পাঠাতে পারবে। এ ছাড়া জরুরি অবস্থা ছাড়া অন্য সকলকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জিয়ান শহরের পক্ষ থেকে আরও বলা হয়, বাসিন্দাদের "প্রয়োজন না হলে শহর ছেড়ে যাওয়া উচিত নয়। আর বিশেষ পরিস্থিতিতে ছাড়তে হলে যথাযথ প্রমাণ দেখাতে হবে।
এর আগে জিয়ান শহর কর্তৃপক্ষ জানায়, করোনার সংক্রমণ বাড়ায় শহরটির এক কোটি ৩০ লাখ মানুষের করোনা পরীক্ষা করান হবে।
জিয়ান শহর থেকে এরই মধ্যে দূরবর্তী বাস চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন হাইওয়েতে চেকপোস্ট বসানো হয়েছে।
চীনের ফ্লাইট ট্র্যাকার ভ্যারিফ্লাইটের পক্ষ থেকে জানানো হয়, শহরের প্রধান বিমানবন্দর থেকে আসা এবং যাওয়া ৮৫ শতাংশের বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে। শহরের অভ্যন্তরে, বাস এবং ট্রেনগুলোতে যাত্রী কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরটির স্কুলও বন্ধ করা হয়েছে।
চীনের সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, সুপারমার্কেট ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলি বাদ দিয়ে সমস্ত কম প্রয়োজনীয় ব্যবসাগুলোকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার কোম্পানিগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
শহরটিতে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার মাত্র একজনের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর চীনের গুয়াংজি অঞ্চলের ডংজিং শহরের ২০ লাখ মানুষকে গৃহবন্দী করা হয়েছে।
চীনে ২০১৯ সালে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৪৪ মিনিট আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
১ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে