চীনে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। আজ মঙ্গলবার দেশটিতে নতুন করে ৫ হাজার ২৮০ জন চীনা নাগরিক কোভিডে সংক্রমিত হয়েছেন। সংখ্যাটি আগের দিনের চেয়ে দ্বিগুণ বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা। আবারও সংক্রমণ বাড়ার কারণে দেশব্যাপী ১৩টি শহর সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি শহর আংশিক লকডাউন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩ কোটি মানুষ ঘরবন্দী অবস্থায় রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে সবচেয়ে বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আজ সেখানে নতুন করে ৩ হাজার জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে।
এদিকে প্রাদেশিক শহর চাংচুনকে সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এই শহরে অন্তত ৯০ লাখ মানুষ বাস করে। সেনজেন শহরে বাস করে অন্তত ১ কোটি ৭০ লাখ। শহরটির কারখানা ও সুপারমার্কেট বন্ধ করে দিয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিধিনিষেধ জারি করা হয়েছে চীনের বৃহত্তম শহর সাংহাইয়েও।
চারপাশের সুনসান দৃশ্য, আতঙ্কিত মানুষ ও পুলিশের সতর্ক প্রহরা যেন ২০১৯ সালকে ফিরিয়ে এনেছে, যখন কোভিড মহামারির প্রাথমিক পর্যায় চলছিল। মেরি হিউ নামের একজন প্রকল্প কর্মকর্তা বলেছেন, ‘মা ও তিন বছর বয়সী সন্তানকে নিয়ে ২১ দিন ধরে হোম কোয়ারেন্টাইনে আছি। আমরা কিছুদিন আগেও খেলার মাঠে খেলতে পারতাম। এখন আবার বাধ্য হয়ে ঘরবন্দী থাকতে হচ্ছে।’
করোনার সংক্রমণ ঠেকাতে ‘জিরো কোভিড পলিসি’ গ্রহণ করেছে চীন। তার পরও দেশটিতে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।
চীনে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। আজ মঙ্গলবার দেশটিতে নতুন করে ৫ হাজার ২৮০ জন চীনা নাগরিক কোভিডে সংক্রমিত হয়েছেন। সংখ্যাটি আগের দিনের চেয়ে দ্বিগুণ বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা। আবারও সংক্রমণ বাড়ার কারণে দেশব্যাপী ১৩টি শহর সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি শহর আংশিক লকডাউন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩ কোটি মানুষ ঘরবন্দী অবস্থায় রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে সবচেয়ে বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আজ সেখানে নতুন করে ৩ হাজার জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে।
এদিকে প্রাদেশিক শহর চাংচুনকে সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এই শহরে অন্তত ৯০ লাখ মানুষ বাস করে। সেনজেন শহরে বাস করে অন্তত ১ কোটি ৭০ লাখ। শহরটির কারখানা ও সুপারমার্কেট বন্ধ করে দিয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিধিনিষেধ জারি করা হয়েছে চীনের বৃহত্তম শহর সাংহাইয়েও।
চারপাশের সুনসান দৃশ্য, আতঙ্কিত মানুষ ও পুলিশের সতর্ক প্রহরা যেন ২০১৯ সালকে ফিরিয়ে এনেছে, যখন কোভিড মহামারির প্রাথমিক পর্যায় চলছিল। মেরি হিউ নামের একজন প্রকল্প কর্মকর্তা বলেছেন, ‘মা ও তিন বছর বয়সী সন্তানকে নিয়ে ২১ দিন ধরে হোম কোয়ারেন্টাইনে আছি। আমরা কিছুদিন আগেও খেলার মাঠে খেলতে পারতাম। এখন আবার বাধ্য হয়ে ঘরবন্দী থাকতে হচ্ছে।’
করোনার সংক্রমণ ঠেকাতে ‘জিরো কোভিড পলিসি’ গ্রহণ করেছে চীন। তার পরও দেশটিতে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৬ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে