চীনের সাংহাই শহরের একটি রাসায়নিক প্ল্যান্টে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ শনিবার ভোররাত ৪টার দিকে দেশের সবচেয়ে বড় এই রাসায়নিক প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভয়ংকর আগুনে প্ল্যান্টটি পুড়ে যাচ্ছে এবং ঘন কালো ধোঁয়া আকাশের দিকে উড়ে যাচ্ছে।
চীনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাই মাত্রই করোনা মহামারির লকডাউন থেকে বেরিয়ে এসেছে। এরই মধ্যে এমন ভয়ংকর দুর্ঘটনার খবর পাওয়া গেল।
সাংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। তবে ইথিলিন গ্লাইকোল আগুন ছড়িয়ে পড়াকে প্রভাবিত করেছে।
রাসায়নিক প্ল্যান্টটি সাংহাইয়ের শহরতলি জিনশানে অবস্থিত। এটি পরিচালনা করে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা সিনোপেক। সংস্থাটি বলেছে, অগ্নিকাণ্ডে যিনি নিহত হয়েছেন, তিনি একজন গাড়িচালক। এ ছাড়া সেখানকার একজন কর্মচারী আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাসায়নিক প্ল্যান্ট থেকে ছয় কিলোমিটার দূরের বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
সাংহাইয়ের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচ শতাধিক কর্মী পাঠানো হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছে তারা। এ ছাড়া দেশটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট মন্ত্রণালয় সেখানে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।
প্রায় দুই মাস ধরে কঠোর লকডাউনের মধ্যে ছিল চীনের অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত সাংহাই। করোনা মহামারি মোকাবিলায় কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। চীন সরকার ‘শূন্য কোভিড’ নীতি গ্রহণ করেছিল এবং এ নীতির আওতায় প্রতিটি ব্যক্তিকে ঘরে থাকা বাধ্যতামূলক করেছিল।
চীনের সাংহাই শহরের একটি রাসায়নিক প্ল্যান্টে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ শনিবার ভোররাত ৪টার দিকে দেশের সবচেয়ে বড় এই রাসায়নিক প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভয়ংকর আগুনে প্ল্যান্টটি পুড়ে যাচ্ছে এবং ঘন কালো ধোঁয়া আকাশের দিকে উড়ে যাচ্ছে।
চীনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাই মাত্রই করোনা মহামারির লকডাউন থেকে বেরিয়ে এসেছে। এরই মধ্যে এমন ভয়ংকর দুর্ঘটনার খবর পাওয়া গেল।
সাংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। তবে ইথিলিন গ্লাইকোল আগুন ছড়িয়ে পড়াকে প্রভাবিত করেছে।
রাসায়নিক প্ল্যান্টটি সাংহাইয়ের শহরতলি জিনশানে অবস্থিত। এটি পরিচালনা করে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা সিনোপেক। সংস্থাটি বলেছে, অগ্নিকাণ্ডে যিনি নিহত হয়েছেন, তিনি একজন গাড়িচালক। এ ছাড়া সেখানকার একজন কর্মচারী আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাসায়নিক প্ল্যান্ট থেকে ছয় কিলোমিটার দূরের বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
সাংহাইয়ের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচ শতাধিক কর্মী পাঠানো হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছে তারা। এ ছাড়া দেশটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট মন্ত্রণালয় সেখানে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।
প্রায় দুই মাস ধরে কঠোর লকডাউনের মধ্যে ছিল চীনের অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত সাংহাই। করোনা মহামারি মোকাবিলায় কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। চীন সরকার ‘শূন্য কোভিড’ নীতি গ্রহণ করেছিল এবং এ নীতির আওতায় প্রতিটি ব্যক্তিকে ঘরে থাকা বাধ্যতামূলক করেছিল।
নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। আফগান সরকারের দাবি, গত শনিবার রাতে তাঁদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের ৫৮ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তরফে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহতের কথা স্বীকার করা হয়েছে। একই সঙ্গে দেশটি বলছে, তাদের পাল্টা অভিযানে ‘দুই শতাধিক...
২৯ মিনিট আগেভারতে সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর এবার বিপরীত ঘটনা ঘটল। রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তাই নয়, নারী নিয়ে তিনি বেশ...
১ ঘণ্টা আগেছত্তিশগড়ের খৈরাগড় জেলার সারাগোন্ডি গ্রামের বৃদ্ধা দেবলা বাই। নিঃসন্তান এই নারী দুই দশক আগে নিজের উঠানে একটি ছোট অশ্বত্থগাছ লাগিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি গাছটিকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। নিয়মিত পানি দিতেন, পরিচর্যা করতেন। কিন্তু সম্প্রতি সেই গাছ কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে...
২ ঘণ্টা আগেবর নেই, কনেও নেই, কন্যাদান বা সাতপাকের অনুষ্ঠানেরও কোনো নজির নেই—তবু হচ্ছে বিয়ের উৎসব। আলোকসজ্জা, গান, গাঁদা ফুলের মালা, ঝলমলে পোশাক আর অন্তহীন নাচ-গানই এই উৎসবের প্রধান আকর্ষণ। দিল্লির বিভিন্ন বাড়ির ছাদ থেকে শুরু করে হায়দরাবাদের ক্লাব—সর্বত্র এ ধরনের ভুয়া বিয়ের উৎসবে মেতেছে ভারতের তরুণ প্রজন্ম।
৩ ঘণ্টা আগে