ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতির নমুনা পাওয়া গেছে চীনে। আয়তনের দিক থেকে সেই প্রজাতির ডাইনোসরগুলো ছিল প্রায় নীল তিমির সমান। বিজ্ঞানীদের ধারণা, ১২ থেকে ১৩ কোটি বছর আগে ডাইনোসরের এই প্রজাতিগুলো পৃথিবীতে বিচরণ করত।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং থেকেই ডাইনোসরের জীবাশ্মগুলো পাওয়া গেছে। সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন গবেষকেরা। নমুনাগুলো পরীক্ষা করে চীনা একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা দেখতে পান, এগুলো ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতি। ইতিপূর্বে এই প্রজাতির ডাইনোসরের নমুনা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। পরে দুটি প্রজাতির মধ্যে একটির নামকরণ করা হয়, সিলুটাইটান সিনেসিস বা সিলু। যার অর্থ হলো সিল্ক রোড। অন্যটির দেওয়া হয়, হামিটাইটান জিনজিয়াংগেনসিস। অর্থাৎ যেখানে নমুনাটি পাওয়া গিয়েছিল সেই এলাকার নামের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হয়।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলু প্রজাতির ডাইনোসরগুলোর একেকটি ২০ মিটারেরও বেশি লম্বা হতো এবং হামিটাইটান প্রজাতির ডাইনোসরগুলো হতো ১৭ মিটারের কাছাকাছি। সমুদ্রে যেসব নীল তিমি বসবাস করে সেগুলোর একেকটি ২৩ থেকে ৩০ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।
গবেষণায় বেরিয়ে এসেছে আবিষ্কার হওয়া প্রজাতিগুলো ডাইনোসরের সওরোপড গোত্রের ছিল। এ ধরনের ডাইনোসরের ঘাড় অনেক দীর্ঘ হয়। আর এরা সাধারণত উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করত।
গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, এশিয়ার মধ্যে এ ধরনের মেরুদণ্ডী ডাইনোসরের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্পূর্ণ নতুন ঘটনা। এর আগে গত এপ্রিলে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিংয়ে উড়তে পারত এমন ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এ ছাড়া গত বছর ডাইনোসর বিশেষজ্ঞরা চীন থেকেই আরও একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন। ধারণা করা হয়, সেই ডাইনোসরটি সাড়ে ১২ কোটি বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল।
ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতির নমুনা পাওয়া গেছে চীনে। আয়তনের দিক থেকে সেই প্রজাতির ডাইনোসরগুলো ছিল প্রায় নীল তিমির সমান। বিজ্ঞানীদের ধারণা, ১২ থেকে ১৩ কোটি বছর আগে ডাইনোসরের এই প্রজাতিগুলো পৃথিবীতে বিচরণ করত।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং থেকেই ডাইনোসরের জীবাশ্মগুলো পাওয়া গেছে। সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন গবেষকেরা। নমুনাগুলো পরীক্ষা করে চীনা একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা দেখতে পান, এগুলো ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতি। ইতিপূর্বে এই প্রজাতির ডাইনোসরের নমুনা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। পরে দুটি প্রজাতির মধ্যে একটির নামকরণ করা হয়, সিলুটাইটান সিনেসিস বা সিলু। যার অর্থ হলো সিল্ক রোড। অন্যটির দেওয়া হয়, হামিটাইটান জিনজিয়াংগেনসিস। অর্থাৎ যেখানে নমুনাটি পাওয়া গিয়েছিল সেই এলাকার নামের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হয়।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলু প্রজাতির ডাইনোসরগুলোর একেকটি ২০ মিটারেরও বেশি লম্বা হতো এবং হামিটাইটান প্রজাতির ডাইনোসরগুলো হতো ১৭ মিটারের কাছাকাছি। সমুদ্রে যেসব নীল তিমি বসবাস করে সেগুলোর একেকটি ২৩ থেকে ৩০ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।
গবেষণায় বেরিয়ে এসেছে আবিষ্কার হওয়া প্রজাতিগুলো ডাইনোসরের সওরোপড গোত্রের ছিল। এ ধরনের ডাইনোসরের ঘাড় অনেক দীর্ঘ হয়। আর এরা সাধারণত উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করত।
গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, এশিয়ার মধ্যে এ ধরনের মেরুদণ্ডী ডাইনোসরের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্পূর্ণ নতুন ঘটনা। এর আগে গত এপ্রিলে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিংয়ে উড়তে পারত এমন ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এ ছাড়া গত বছর ডাইনোসর বিশেষজ্ঞরা চীন থেকেই আরও একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন। ধারণা করা হয়, সেই ডাইনোসরটি সাড়ে ১২ কোটি বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল।
গত সপ্তাহে আলাস্কায় অনুষ্ঠিত হলো রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের প্রস্তুতির সময় আন্তর্জাতিক গণমাধ্যমে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন বিদেশ সফরে যান, তখন তাঁর নিরাপত্তারক্ষীরা সঙ্গে একটি বিশেষ ‘মলমূত্রের স্যুটকেস’ বহন করেন।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দাবি করেছেন, কিছুদিন আগে হয়ে যাওয়া ভারত-পাকিস্তানের ৪ দিনের যুদ্ধে ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তাঁর ভাষ্যমতে, এ ঘটনার ভিডিও প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসলামাবাদ।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশটির নেতৃত্বে কোনো পরিবর্তনের গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এসব গুজব সরকার ও সেনাপ্রধান—দু’পক্ষের বিরুদ্ধেই ছড়ানো হচ্ছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পাকিস্তানি জ্যেষ্ঠ সাংবাদিক সুহাইল ওয়ারাইচকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন,
৩ ঘণ্টা আগেক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীর। গত চার দিনে জম্মু ও কাশ্মীরের তিনটি ভিন্ন স্থানে ক্লাউডবার্স্টে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২২ জন। এ অবস্থায় আজ সোমবার ওই অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
৫ ঘণ্টা আগে