তাইওয়ানের চারপাশ ঘিরে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে চীন। সমুদ্র ও আকাশসীমায় দেশটি এই মহড়া চালাচ্ছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ নিয়েছে বেইজিং।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার (৩ আগস্ট) দুপুরে তাইওয়ানের চারপাশে ছয়টি জায়গায় সামরিক মহড়া শুরু হয়। এই মহড়া চলবে ৭ আগস্ট পর্যন্ত।
চীনের চরম আপত্তি সত্ত্বেও মঙ্গলবার (২ আগস্ট) তাইওয়ান সফরে যান ন্যান্সি পেলোসি। অঞ্চলটিতে তাঁর সফরের শুরু থেকেই সামরিক প্রস্তুতি নিতে শুরু করে বেইজিং। তাইওয়ানকে শাসাতে বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে দেশটি।
এদিকে, তাইওয়ান চীনের এমন মহড়াকে সরাসরি জাতিসংঘের নিয়ম ভঙ্গ বলে উল্লেখ করেছে। দেশটি বলেছে, তাদের আকাশ ও জলসীমা অবরোধ করার মাধ্যমে চীন জাতিসংঘের নিয়ম ভঙ্গ করেছে। দেশটি আরও জানিয়েছে, তাঁরা চীনের এই পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানের ১২ নটিক্যাল মাইল সমুদ্র ও আকাশসীমার মধ্যে চীন পরিকল্পিতভাবে সামরিক মহড়া চালাচ্ছে। একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। এর আগে গতকাল বুধবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানায়, ২৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে তাইপে বিমানবন্দরে পৌঁছান ন্যান্সি পেলোসি। সেখানে দেশটির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। ন্যান্সি পেলোসির সংক্ষিপ্ত তাইওয়ান সফর শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এসব কড়া পদক্ষেপ নিয়েছে চীন।
তাইওয়ানের চারপাশ ঘিরে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে চীন। সমুদ্র ও আকাশসীমায় দেশটি এই মহড়া চালাচ্ছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ নিয়েছে বেইজিং।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার (৩ আগস্ট) দুপুরে তাইওয়ানের চারপাশে ছয়টি জায়গায় সামরিক মহড়া শুরু হয়। এই মহড়া চলবে ৭ আগস্ট পর্যন্ত।
চীনের চরম আপত্তি সত্ত্বেও মঙ্গলবার (২ আগস্ট) তাইওয়ান সফরে যান ন্যান্সি পেলোসি। অঞ্চলটিতে তাঁর সফরের শুরু থেকেই সামরিক প্রস্তুতি নিতে শুরু করে বেইজিং। তাইওয়ানকে শাসাতে বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে দেশটি।
এদিকে, তাইওয়ান চীনের এমন মহড়াকে সরাসরি জাতিসংঘের নিয়ম ভঙ্গ বলে উল্লেখ করেছে। দেশটি বলেছে, তাদের আকাশ ও জলসীমা অবরোধ করার মাধ্যমে চীন জাতিসংঘের নিয়ম ভঙ্গ করেছে। দেশটি আরও জানিয়েছে, তাঁরা চীনের এই পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানের ১২ নটিক্যাল মাইল সমুদ্র ও আকাশসীমার মধ্যে চীন পরিকল্পিতভাবে সামরিক মহড়া চালাচ্ছে। একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। এর আগে গতকাল বুধবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানায়, ২৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে তাইপে বিমানবন্দরে পৌঁছান ন্যান্সি পেলোসি। সেখানে দেশটির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। ন্যান্সি পেলোসির সংক্ষিপ্ত তাইওয়ান সফর শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এসব কড়া পদক্ষেপ নিয়েছে চীন।
ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক (জাতীয়) নেত্রী পূজা শকুন পাণ্ডে। ১৫ দিন পলাতক থাকার পর শুক্রবার রাতে রাজস্থানের ভরতপুর জেলার লোধা বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
১ ঘণ্টা আগেআফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবাদ সম্মেলনটি হঠাৎ আয়োজন করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে কিছু সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। এটি মূলত কারিগরি ত্রুটি ছিল। অন্য কোনো সমস্যা নয়। আমাদের সহকর্মীরা নির্দিষ্ট কিছু সাংবাদিককে তালিকাভুক্ত করে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’
১ ঘণ্টা আগেমাদাগাস্কারে সেনাবাহিনীর একটি বিদ্রোহী ইউনিট ঘোষণা করেছে, তারা দেশের সব সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা বলেছেন, সেনাবাহিনী ক্ষমতা দখলের চেষ্টা করছে। এর আগে গতকাল শনিবার সেনাবাহিনীর প্রশাসনিক ও টেকনিক্যাল কর্মকর্তাদের নিয়ে গঠিত ক্যাপসাট (CAPSAT) ইউনিট...
১ ঘণ্টা আগেলেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বহু বছরের বৈরিতার পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে। আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার প্রেক্ষাপটে এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ায় এই অবস্থান বদল আনছে গোষ্ঠীটি।
২ ঘণ্টা আগে