এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর চীনের জিয়ান। শহরটিতে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী। এর মধ্যে সেখানে খাদ্য সংকটের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
২০১৯ সালের শেষের দিকে চীনে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর থেকেই করোনা ঠেকাতে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে চীন সরকার।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, জিয়ানে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, ‘হাজমত স্যুট’-এ বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করছেন কর্মীরা।
স্থানীয় কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা সম্প্রতি কয়েকশ টন বিনা মূল্যে খাদ্য ও সরবরাহ করেছে। তবে লকডাউন পরিস্থিতিতে তারা বাসিন্দাদের সহনশীলতা অনুশীলন করারও আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তা ঝাও লি বলেন, বর্তমানে জিয়ানে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি ও সমন্বয়ের গতি বাড়ানো হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা অ্যাডা ঝাও বলেন, আমাদের এলাকায় আমরা খাবার সংগ্রহের কোনো নোটিশ পাইনি।
তিনি আরও বলেন, মুদি পণ্যগুলোর চাহিদা বাড়তে থাকায় সঠিক সময়ে খাদ্য পেতে সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর চীনের জিয়ান। শহরটিতে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী। এর মধ্যে সেখানে খাদ্য সংকটের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
২০১৯ সালের শেষের দিকে চীনে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর থেকেই করোনা ঠেকাতে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে চীন সরকার।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, জিয়ানে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, ‘হাজমত স্যুট’-এ বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করছেন কর্মীরা।
স্থানীয় কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা সম্প্রতি কয়েকশ টন বিনা মূল্যে খাদ্য ও সরবরাহ করেছে। তবে লকডাউন পরিস্থিতিতে তারা বাসিন্দাদের সহনশীলতা অনুশীলন করারও আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তা ঝাও লি বলেন, বর্তমানে জিয়ানে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি ও সমন্বয়ের গতি বাড়ানো হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা অ্যাডা ঝাও বলেন, আমাদের এলাকায় আমরা খাবার সংগ্রহের কোনো নোটিশ পাইনি।
তিনি আরও বলেন, মুদি পণ্যগুলোর চাহিদা বাড়তে থাকায় সঠিক সময়ে খাদ্য পেতে সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
২ ঘণ্টা আগেসিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় চাপে পাকিস্তান। এই আবহে দেশটির সাবেক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গতকাল সোমবার সিন্ধে এক সমাবেশে বলেছেন, ‘ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।’ তাঁর মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দুই দেশের সম্পর্কে।
২ ঘণ্টা আগেরাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারত থেকে বাণিজ্যিক লেনদেনের অর্থ রাশিয়া ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে। এর জেরেই ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর নতুন...
২ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
৪ ঘণ্টা আগে