এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর চীনের জিয়ান। শহরটিতে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী। এর মধ্যে সেখানে খাদ্য সংকটের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
২০১৯ সালের শেষের দিকে চীনে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর থেকেই করোনা ঠেকাতে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে চীন সরকার।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, জিয়ানে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, ‘হাজমত স্যুট’-এ বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করছেন কর্মীরা।
স্থানীয় কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা সম্প্রতি কয়েকশ টন বিনা মূল্যে খাদ্য ও সরবরাহ করেছে। তবে লকডাউন পরিস্থিতিতে তারা বাসিন্দাদের সহনশীলতা অনুশীলন করারও আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তা ঝাও লি বলেন, বর্তমানে জিয়ানে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি ও সমন্বয়ের গতি বাড়ানো হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা অ্যাডা ঝাও বলেন, আমাদের এলাকায় আমরা খাবার সংগ্রহের কোনো নোটিশ পাইনি।
তিনি আরও বলেন, মুদি পণ্যগুলোর চাহিদা বাড়তে থাকায় সঠিক সময়ে খাদ্য পেতে সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
এক কোটি ৩০ লাখ বাসিন্দার শহর চীনের জিয়ান। শহরটিতে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে করোনা সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী। এর মধ্যে সেখানে খাদ্য সংকটের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
২০১৯ সালের শেষের দিকে চীনে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর থেকেই করোনা ঠেকাতে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে চীন সরকার।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, জিয়ানে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, ‘হাজমত স্যুট’-এ বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করছেন কর্মীরা।
স্থানীয় কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা সম্প্রতি কয়েকশ টন বিনা মূল্যে খাদ্য ও সরবরাহ করেছে। তবে লকডাউন পরিস্থিতিতে তারা বাসিন্দাদের সহনশীলতা অনুশীলন করারও আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তা ঝাও লি বলেন, বর্তমানে জিয়ানে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি ও সমন্বয়ের গতি বাড়ানো হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা অ্যাডা ঝাও বলেন, আমাদের এলাকায় আমরা খাবার সংগ্রহের কোনো নোটিশ পাইনি।
তিনি আরও বলেন, মুদি পণ্যগুলোর চাহিদা বাড়তে থাকায় সঠিক সময়ে খাদ্য পেতে সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
স্থানীয় সূত্রগুলোর বরাতে রোববার রাতে বিবিসি জানিয়েছে, হামাস ও প্রতিদ্বন্দ্বী গোত্রগুলোর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই এই অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কা গভীর হচ্ছে।
৫ ঘণ্টা আগেনতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। আফগান সরকারের দাবি, গতকাল শনিবার রাতে তাঁদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের ৫৮ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তরফে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহতের কথা স্বীকার করা হয়েছে। একই সঙ্গে দেশটি বলছে, তাদের পাল্টা অভিযানে ‘দুই শতাধিক...
৭ ঘণ্টা আগেভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর এবার বিপরীত ঘটনা ঘটল। রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তা-ই নয়, নারী নিয়ে তিনি বেশ...
৭ ঘণ্টা আগেছত্তিশগড়ের খৈরাগড় জেলার সারাগোন্ডি গ্রামের বৃদ্ধা দেবলা বাই। নিঃসন্তান এই নারী দুই দশক আগে নিজের উঠানে একটি ছোট অশ্বত্থগাছ লাগিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি গাছটিকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। নিয়মিত পানি দিতেন, পরিচর্যা করতেন। কিন্তু সম্প্রতি সেই গাছ কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে...
৮ ঘণ্টা আগে