Ajker Patrika

৬ মাস পর বেইজিংয়ে করোনা রোগী শনাক্ত, ডেলটা নিয়ে শঙ্কা 

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৮: ১৮
৬ মাস পর বেইজিংয়ে করোনা রোগী শনাক্ত, ডেলটা নিয়ে শঙ্কা 

চীনের রাজধানী বেইজিংয়ে প্রায় ছয় মাস পর পাওয়া গেল করোনা রোগী। গতকাল বুধবার সেখানে ১৭৯ দিন পর আবারও একজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এদিকে চীনের জিয়াংসু প্রদেশের নানজিং শহরে ডেলটা ধরনে আক্রান্ত করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি পুরো চীনে ছড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে চীন কর্তৃপক্ষ। 

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, চীনে বুধবার নতুন করে ৪৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৪ জন তিনিটি ভিন্ন প্রদেশ থেকে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। এর আগের দিন গত মঙ্গলবার চীনে ৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়। গত জানুয়ারির পর ওই দিনই ২৪ ঘণ্টার হিসাবে চীনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়। 

আজ বৃহস্পতিবারও বেইজিংয়ে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগী দুজন স্বামী-স্ত্রী। তাঁরা সম্প্রতি হুনান প্রদেশের একটি প্রদেশ ভ্রমণ করে এসেছিলেন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এখন এটি পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে ২০২০ সালের মার্চ থেকেই চীনে করোনার রোগীর সংখ্যা কমতে থাকে।

 চীনে এ পর্যন্ত ১৫০ কোটি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে সর্বাধিক মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে চীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত