চীনের রাজধানী বেইজিংয়ে প্রায় ছয় মাস পর পাওয়া গেল করোনা রোগী। গতকাল বুধবার সেখানে ১৭৯ দিন পর আবারও একজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এদিকে চীনের জিয়াংসু প্রদেশের নানজিং শহরে ডেলটা ধরনে আক্রান্ত করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি পুরো চীনে ছড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে চীন কর্তৃপক্ষ।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, চীনে বুধবার নতুন করে ৪৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৪ জন তিনিটি ভিন্ন প্রদেশ থেকে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। এর আগের দিন গত মঙ্গলবার চীনে ৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়। গত জানুয়ারির পর ওই দিনই ২৪ ঘণ্টার হিসাবে চীনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়।
আজ বৃহস্পতিবারও বেইজিংয়ে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগী দুজন স্বামী-স্ত্রী। তাঁরা সম্প্রতি হুনান প্রদেশের একটি প্রদেশ ভ্রমণ করে এসেছিলেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এখন এটি পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে ২০২০ সালের মার্চ থেকেই চীনে করোনার রোগীর সংখ্যা কমতে থাকে।
চীনে এ পর্যন্ত ১৫০ কোটি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে সর্বাধিক মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে চীন।
চীনের রাজধানী বেইজিংয়ে প্রায় ছয় মাস পর পাওয়া গেল করোনা রোগী। গতকাল বুধবার সেখানে ১৭৯ দিন পর আবারও একজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এদিকে চীনের জিয়াংসু প্রদেশের নানজিং শহরে ডেলটা ধরনে আক্রান্ত করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি পুরো চীনে ছড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে চীন কর্তৃপক্ষ।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, চীনে বুধবার নতুন করে ৪৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৪ জন তিনিটি ভিন্ন প্রদেশ থেকে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। এর আগের দিন গত মঙ্গলবার চীনে ৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়। গত জানুয়ারির পর ওই দিনই ২৪ ঘণ্টার হিসাবে চীনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়।
আজ বৃহস্পতিবারও বেইজিংয়ে করোনা রোগী শনাক্ত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগী দুজন স্বামী-স্ত্রী। তাঁরা সম্প্রতি হুনান প্রদেশের একটি প্রদেশ ভ্রমণ করে এসেছিলেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এখন এটি পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে ২০২০ সালের মার্চ থেকেই চীনে করোনার রোগীর সংখ্যা কমতে থাকে।
চীনে এ পর্যন্ত ১৫০ কোটি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে সর্বাধিক মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে চীন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে