ন্যায্যতা, ন্যায়বিচার, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও শান্তি অর্জনে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। এমনটাই জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। আজ বৃহস্পতিবার চীন সফররত আরব বিশ্বের দেশগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-আরব স্টেটস কো-অপারেশন ফোরামের বৈঠকে তিউনিসিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েলসহ বেশ কয়েকটি আরব দেশের প্রতিনিধিরা যোগ দেন। ফোরামের বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী, যাতে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি মডেল তৈরি করা যায়।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। চিরদিনের জন্য ন্যায়বিচার অনুপস্থিত থাকতে পারে না এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান অবশ্যই গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে, যাতে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।
বাহরাইন, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আরব লিগের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে দেওয়া ভাষণে শি চিন পিং বলেন, ‘একটি অশান্ত বিশ্বে পারস্পরিক সম্মানই হলো সম্প্রীতিতে বসবাসের একমাত্র উপায় এবং ন্যায্যতা ও ন্যায়বিচার স্থায়ী নিরাপত্তার ভিত্তি।’
বেইজিং বারবার ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি ও জাতিসংঘে ফিলিস্তিনি সদস্যপদ দেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে। এই ইস্যুতে বিশ্বের অন্যান্য দেশকে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।
ন্যায্যতা, ন্যায়বিচার, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও শান্তি অর্জনে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। এমনটাই জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। আজ বৃহস্পতিবার চীন সফররত আরব বিশ্বের দেশগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-আরব স্টেটস কো-অপারেশন ফোরামের বৈঠকে তিউনিসিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েলসহ বেশ কয়েকটি আরব দেশের প্রতিনিধিরা যোগ দেন। ফোরামের বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী, যাতে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি মডেল তৈরি করা যায়।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। চিরদিনের জন্য ন্যায়বিচার অনুপস্থিত থাকতে পারে না এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান অবশ্যই গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে, যাতে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।
বাহরাইন, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আরব লিগের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে দেওয়া ভাষণে শি চিন পিং বলেন, ‘একটি অশান্ত বিশ্বে পারস্পরিক সম্মানই হলো সম্প্রীতিতে বসবাসের একমাত্র উপায় এবং ন্যায্যতা ও ন্যায়বিচার স্থায়ী নিরাপত্তার ভিত্তি।’
বেইজিং বারবার ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি ও জাতিসংঘে ফিলিস্তিনি সদস্যপদ দেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে। এই ইস্যুতে বিশ্বের অন্যান্য দেশকে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২১ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১১ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১২ ঘণ্টা আগে