ঢাকা: চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি কোভিড ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কোনও অপশ্চিমা দেশের তৈরি করা প্রথম কোনো কোভিড টিকা ডব্লিউএইচও–এর অনুমোদন পেল।
এরই মধ্যে দেশে এবং ৪৫টি দেশে কয়েক মিলিয়ন লোককে এ চীনা টিকা প্রয়োগ করা হয়েছে।
এখন পর্যন্ত ডব্লিউএইচও–এর অনুমোদন পাওয়া টিকাগুলোর মধ্যে রয়েছে– ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার তৈরি টিকা।
তবে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে বিশেষত দরিদ্র দেশগুলো এরই মধ্যে জরুরি ব্যবহারের জন্য চীনা টিকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম।
সিনোফার্মের টিকার ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে খুব অল্প তথ্যই প্রকাশ করেছে চীন। এ টিকার কার্যকারিতা নিয়ে অনেক দিন ধরেই একটা অনিশ্চয়তা ছিল।
চীনের আরেকটি টিকা, সিনোভ্যাক ব্রাজিলে ট্রায়ালের সময় খুব ভালো ফল দেয়নি। সেখানে এটির কার্যকারিতা প্রায় ৫০ দশমিক ৪ শতাংশ পাওয়া গেছে। যেখানে ডব্লিউএইচও–এর অনুমোদনের জন্য ন্যূনতম কার্যকারিতা হার ৫০ শতাংশ। অবশ্য তুরস্ক এবং ইন্দোনেশিয়ার ট্রায়ালগুলোতে আবার এ টিকার উচ্চ কার্যকারিতার ইঙ্গিত মিলেছে।
ডব্লিউএইচও জানিয়েছে, জরুরি অনুমোদনের তালিকায় সিনোফার্মের ভ্যাকসিন যুক্ত করার ফলে স্বাস্থ্যকর্মী এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা সম্ভাবনা বাড়বে। ডব্লিউএইচও–এর পরামর্শ, এই টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের জন্য দুটি ডোজ নিতে হবে।
এদিকে সিনোভ্যাকের টিকার বিষয়েও কয়েক দিনের মধ্যে একটি সিদ্ধান্ত আশা করা হচ্ছে। রাশিয়ার স্পুটনিক ভি টিকার অনুমোদন এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, টিকা পেতে এরই মধ্যে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। চলতি মাসেই রাশিয়ার স্পুটনিক-ভি ৪০ লাখ, কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ ও চীনা সিনোফোর্মের পাঁচ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে আগামী ১২ মের মধ্যে সিনোফোর্মের টিকা পাওয়ার খবর দিয়েছে সরকার। বাকিগুলো কবে নাগাদ আসবে সেটি নিশ্চিত নয়। এছাড়া রাশিয়া আগামী এক বছরে সাড়ে তিন কোটি ডোজ টিকা দেওয়ার আগ্রহ দেখিয়েছে। দেশে টিকা উৎপাদনেরও তোড়জোড় চলছে।
ঢাকা: চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি কোভিড ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কোনও অপশ্চিমা দেশের তৈরি করা প্রথম কোনো কোভিড টিকা ডব্লিউএইচও–এর অনুমোদন পেল।
এরই মধ্যে দেশে এবং ৪৫টি দেশে কয়েক মিলিয়ন লোককে এ চীনা টিকা প্রয়োগ করা হয়েছে।
এখন পর্যন্ত ডব্লিউএইচও–এর অনুমোদন পাওয়া টিকাগুলোর মধ্যে রয়েছে– ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার তৈরি টিকা।
তবে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে বিশেষত দরিদ্র দেশগুলো এরই মধ্যে জরুরি ব্যবহারের জন্য চীনা টিকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম।
সিনোফার্মের টিকার ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে খুব অল্প তথ্যই প্রকাশ করেছে চীন। এ টিকার কার্যকারিতা নিয়ে অনেক দিন ধরেই একটা অনিশ্চয়তা ছিল।
চীনের আরেকটি টিকা, সিনোভ্যাক ব্রাজিলে ট্রায়ালের সময় খুব ভালো ফল দেয়নি। সেখানে এটির কার্যকারিতা প্রায় ৫০ দশমিক ৪ শতাংশ পাওয়া গেছে। যেখানে ডব্লিউএইচও–এর অনুমোদনের জন্য ন্যূনতম কার্যকারিতা হার ৫০ শতাংশ। অবশ্য তুরস্ক এবং ইন্দোনেশিয়ার ট্রায়ালগুলোতে আবার এ টিকার উচ্চ কার্যকারিতার ইঙ্গিত মিলেছে।
ডব্লিউএইচও জানিয়েছে, জরুরি অনুমোদনের তালিকায় সিনোফার্মের ভ্যাকসিন যুক্ত করার ফলে স্বাস্থ্যকর্মী এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা সম্ভাবনা বাড়বে। ডব্লিউএইচও–এর পরামর্শ, এই টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের জন্য দুটি ডোজ নিতে হবে।
এদিকে সিনোভ্যাকের টিকার বিষয়েও কয়েক দিনের মধ্যে একটি সিদ্ধান্ত আশা করা হচ্ছে। রাশিয়ার স্পুটনিক ভি টিকার অনুমোদন এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, টিকা পেতে এরই মধ্যে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। চলতি মাসেই রাশিয়ার স্পুটনিক-ভি ৪০ লাখ, কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ ও চীনা সিনোফোর্মের পাঁচ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে আগামী ১২ মের মধ্যে সিনোফোর্মের টিকা পাওয়ার খবর দিয়েছে সরকার। বাকিগুলো কবে নাগাদ আসবে সেটি নিশ্চিত নয়। এছাড়া রাশিয়া আগামী এক বছরে সাড়ে তিন কোটি ডোজ টিকা দেওয়ার আগ্রহ দেখিয়েছে। দেশে টিকা উৎপাদনেরও তোড়জোড় চলছে।
যুদ্ধবিমানের মহড়া, লাল গালিচায় সংবর্ধনা আর দেয়ালে সাঁটানো স্লোগান ‘শান্তির পথে অগ্রযাত্রা’। গতকাল শুক্রবার এমন রাজকীয় আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলাস্কায় বৈঠক যে আশায়, তা যেন এখনো অধরা।
২৮ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবৃতিতে তিনি বলেন, বিগত চার বছরেরও বেশি সময় ধরে রুশ-মার্কিন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এই দীর্ঘ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য খুবই কঠিন ছিল। ত
৪৩ মিনিট আগেউত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি ও ভারী বন্যা-ভূমিধসের কারণে অন্তত ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। এদের মধ্যে বুনের এলাকায় নিহতের সংখ্যা ২১৩ এর বেশি। এছাড়া বিভিন্ন জেলা থেকে বহু আহতের খবর পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে