মারা গেছেন চীনের সবচেয়ে বয়স্ক মানুষ। ওই নারীর নাম অলিমিহান সেয়িতি। তিনি জিনজিয়াং প্রদেশের কোমবসরিক টাউন শহরে থাকতেন । ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চীনের সরকারি নথির তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৮৮৬ সালের ২৫ জুন। অর্থাৎ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩৫ বছর।
২০১৩ সালে ‘চায়না অ্য়াসোসিয়েশন অব গেরেনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিকস’ চীনের সবচেয়ে বয়স্ক মানুষদের যে তালিকা প্রকাশিত করেছিল, তাতে দেখা গিয়েছিল শীর্ষে রয়েছে ওই নারীর নাম।
ওই নারীর স্বজনেরা জানান, সাধারণ ও সরল জীবনযাপনই এই আশ্চর্যের উৎস। তিনি সব সময়ই সময়তো খাবার খেতেন। রোদ পোহাতেও পছন্দ করতেন। এই বয়সেও নাতি-পুতিদের সামলাতেন। তাঁর দীর্ঘায়ু হওয়ার পেছনে এই অনাড়ম্বর ও আনন্দময় জীবনযাপনকেই প্রধান চাবিকাঠি বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া চীনের কোমবসরিক টাউন শহরের আরেক নাম ‘দীর্ঘায়ুদের শহর’। এখানে ৯০ পেরোনো অসংখ্য মানুষ বসবাস করেন। যদিও তাঁদের মধ্যেও নতুন নজির গড়লেন অলিমিহান সেয়িতি। ওই শহরের ষাটোর্ধ্বদের চিকিৎসা তো বটেই, বাৎসরিক শারীরিক পরীক্ষাও করা হয় চীন সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে মাসিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। ফলে তুলনামূলকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য পান বয়স্ক মানুষেরা, যা তাঁদের দীর্ঘায়ু হওয়ার পথকেই প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।
মারা গেছেন চীনের সবচেয়ে বয়স্ক মানুষ। ওই নারীর নাম অলিমিহান সেয়িতি। তিনি জিনজিয়াং প্রদেশের কোমবসরিক টাউন শহরে থাকতেন । ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চীনের সরকারি নথির তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৮৮৬ সালের ২৫ জুন। অর্থাৎ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩৫ বছর।
২০১৩ সালে ‘চায়না অ্য়াসোসিয়েশন অব গেরেনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিকস’ চীনের সবচেয়ে বয়স্ক মানুষদের যে তালিকা প্রকাশিত করেছিল, তাতে দেখা গিয়েছিল শীর্ষে রয়েছে ওই নারীর নাম।
ওই নারীর স্বজনেরা জানান, সাধারণ ও সরল জীবনযাপনই এই আশ্চর্যের উৎস। তিনি সব সময়ই সময়তো খাবার খেতেন। রোদ পোহাতেও পছন্দ করতেন। এই বয়সেও নাতি-পুতিদের সামলাতেন। তাঁর দীর্ঘায়ু হওয়ার পেছনে এই অনাড়ম্বর ও আনন্দময় জীবনযাপনকেই প্রধান চাবিকাঠি বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া চীনের কোমবসরিক টাউন শহরের আরেক নাম ‘দীর্ঘায়ুদের শহর’। এখানে ৯০ পেরোনো অসংখ্য মানুষ বসবাস করেন। যদিও তাঁদের মধ্যেও নতুন নজির গড়লেন অলিমিহান সেয়িতি। ওই শহরের ষাটোর্ধ্বদের চিকিৎসা তো বটেই, বাৎসরিক শারীরিক পরীক্ষাও করা হয় চীন সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে মাসিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। ফলে তুলনামূলকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য পান বয়স্ক মানুষেরা, যা তাঁদের দীর্ঘায়ু হওয়ার পথকেই প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।
ক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীর। গত চার দিনে জম্মু ও কাশ্মীরের তিনটি ভিন্ন স্থানে ক্লাউডবার্স্টে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২২ জন। এ অবস্থায় আজ সোমবার ওই অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
১ ঘণ্টা আগেইউরোপজুড়ে ব্যাপক অবনতি হয়েছে দাবদাহ পরিস্থিতি। সবচেয়ে শোচনীয় অবস্থা স্পেনের। তীব্র দাবদাহে দেশটির অন্তত ২০টি স্থানে বড়সড় দাবানলে পুড়ছে একরের পর একর জমি। প্রচণ্ড গরমে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে দাবানল। পরিস্থিতি সামাল দিতে নতুন করে সেনাবাহিনীর আরও ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে।
১ ঘণ্টা আগেপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া এক কট্টর ডানপন্থী ইসরায়েলি এমপির ভিসা বাতিল করেছে। এই ভিসা বাতিল করা হয়েছে তাঁর সফর শুরুর কয়েক ঘণ্টা আগে। সিমচা রথম্যান নামে ওই এমপি কট্টর ইহুদিবাদী। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেইসরায়েলের ডি-ফ্যাক্টো রাজধানী তেল আবিবের ‘জিম্মি স্কোয়ার’ ও এর আশপাশের রাস্তাঘাটে প্রায় ৫ লাখ মানুষ সমবেত হয়েছিলেন। সমাবেশে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করার দাবি জানিয়েছেন ইসরায়েল সরকারের প্রতি। পাশাপাশি তারা যুদ্ধ বন্ধে এক সমন্বিত চুক্তির দাবিও জানিয়েছেন।
২ ঘণ্টা আগে