মারা গেছেন চীনের সবচেয়ে বয়স্ক মানুষ। ওই নারীর নাম অলিমিহান সেয়িতি। তিনি জিনজিয়াং প্রদেশের কোমবসরিক টাউন শহরে থাকতেন । ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চীনের সরকারি নথির তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৮৮৬ সালের ২৫ জুন। অর্থাৎ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩৫ বছর।
২০১৩ সালে ‘চায়না অ্য়াসোসিয়েশন অব গেরেনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিকস’ চীনের সবচেয়ে বয়স্ক মানুষদের যে তালিকা প্রকাশিত করেছিল, তাতে দেখা গিয়েছিল শীর্ষে রয়েছে ওই নারীর নাম।
ওই নারীর স্বজনেরা জানান, সাধারণ ও সরল জীবনযাপনই এই আশ্চর্যের উৎস। তিনি সব সময়ই সময়তো খাবার খেতেন। রোদ পোহাতেও পছন্দ করতেন। এই বয়সেও নাতি-পুতিদের সামলাতেন। তাঁর দীর্ঘায়ু হওয়ার পেছনে এই অনাড়ম্বর ও আনন্দময় জীবনযাপনকেই প্রধান চাবিকাঠি বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া চীনের কোমবসরিক টাউন শহরের আরেক নাম ‘দীর্ঘায়ুদের শহর’। এখানে ৯০ পেরোনো অসংখ্য মানুষ বসবাস করেন। যদিও তাঁদের মধ্যেও নতুন নজির গড়লেন অলিমিহান সেয়িতি। ওই শহরের ষাটোর্ধ্বদের চিকিৎসা তো বটেই, বাৎসরিক শারীরিক পরীক্ষাও করা হয় চীন সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে মাসিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। ফলে তুলনামূলকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য পান বয়স্ক মানুষেরা, যা তাঁদের দীর্ঘায়ু হওয়ার পথকেই প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।
মারা গেছেন চীনের সবচেয়ে বয়স্ক মানুষ। ওই নারীর নাম অলিমিহান সেয়িতি। তিনি জিনজিয়াং প্রদেশের কোমবসরিক টাউন শহরে থাকতেন । ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চীনের সরকারি নথির তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৮৮৬ সালের ২৫ জুন। অর্থাৎ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩৫ বছর।
২০১৩ সালে ‘চায়না অ্য়াসোসিয়েশন অব গেরেনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিকস’ চীনের সবচেয়ে বয়স্ক মানুষদের যে তালিকা প্রকাশিত করেছিল, তাতে দেখা গিয়েছিল শীর্ষে রয়েছে ওই নারীর নাম।
ওই নারীর স্বজনেরা জানান, সাধারণ ও সরল জীবনযাপনই এই আশ্চর্যের উৎস। তিনি সব সময়ই সময়তো খাবার খেতেন। রোদ পোহাতেও পছন্দ করতেন। এই বয়সেও নাতি-পুতিদের সামলাতেন। তাঁর দীর্ঘায়ু হওয়ার পেছনে এই অনাড়ম্বর ও আনন্দময় জীবনযাপনকেই প্রধান চাবিকাঠি বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া চীনের কোমবসরিক টাউন শহরের আরেক নাম ‘দীর্ঘায়ুদের শহর’। এখানে ৯০ পেরোনো অসংখ্য মানুষ বসবাস করেন। যদিও তাঁদের মধ্যেও নতুন নজির গড়লেন অলিমিহান সেয়িতি। ওই শহরের ষাটোর্ধ্বদের চিকিৎসা তো বটেই, বাৎসরিক শারীরিক পরীক্ষাও করা হয় চীন সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে মাসিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। ফলে তুলনামূলকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য পান বয়স্ক মানুষেরা, যা তাঁদের দীর্ঘায়ু হওয়ার পথকেই প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রগুলোর বরাতে রোববার রাতে বিবিসি জানিয়েছে, হামাস ও প্রতিদ্বন্দ্বী গোত্রগুলোর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিনের মধ্যেই এই অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কা গভীর হচ্ছে।
৫ ঘণ্টা আগেনতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত। আফগান সরকারের দাবি, গতকাল শনিবার রাতে তাঁদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের ৫৮ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তরফে তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহতের কথা স্বীকার করা হয়েছে। একই সঙ্গে দেশটি বলছে, তাদের পাল্টা অভিযানে ‘দুই শতাধিক...
৭ ঘণ্টা আগেভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর এবার বিপরীত ঘটনা ঘটল। রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তা-ই নয়, নারী নিয়ে তিনি বেশ...
৭ ঘণ্টা আগেছত্তিশগড়ের খৈরাগড় জেলার সারাগোন্ডি গ্রামের বৃদ্ধা দেবলা বাই। নিঃসন্তান এই নারী দুই দশক আগে নিজের উঠানে একটি ছোট অশ্বত্থগাছ লাগিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি গাছটিকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। নিয়মিত পানি দিতেন, পরিচর্যা করতেন। কিন্তু সম্প্রতি সেই গাছ কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে...
৮ ঘণ্টা আগে