Ajker Patrika

চীনে বাস উল্টে নিহত ২৭ 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৪৮
চীনে বাস উল্টে নিহত ২৭ 

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ রোববার একটি বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বছরে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা এটি। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজো প্রদেশের একটি সড়কের পাশে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

এএফপি জানিয়েছে, দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেটি গুইজো প্রদেশের একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকা। সেখানে বেশির ভাগ জাতিগত সংখ্যালঘু বাস করে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটি প্রাদেশিক রাজধানী গুইয়াং থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার ভোরে।

এর আগে গত জুনে গুইজো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে এক চালক নিহত হয়েছেন। এ ছাড়া মার্চ মাসে একটি যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনায় ১৩২ যাত্রীর সবাই নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ছিল চীনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক উড়োজাহাজ দুর্ঘটনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তি

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত