Ajker Patrika

টিকার সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি 

রয়টার্স, ওয়েলিংটন
টিকার সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি 

মহামারি করোনাভাইরাস রুখতে টিকা উৎপাদন এবং সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোটের (অ্যাপেক) শীর্ষস্থানীয় নেতারা। গত শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে এ প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের সি চিন পিংসহ অন্য নেতারা। 
 
করোনার ডেলটা ধরন রোধ করতে হিমশিম খাচ্ছে অনেক দেশ। এ অবস্থায় তাঁরা জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে টিকা উৎপাদন প্রযুক্তি এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরে উৎসাহ দেওয়া হবে। মহামারি করোনা এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা করতেই শুক্রবার অ্যাপেক নেতাদের এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
বৈঠকের পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, টিকা উৎপাদন, অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং টিকার ব্যবহারের মাধ্যমে কীভাবে বৈশ্বিক টিকাদান কর্মসূচিতে সহায়তা করা যায়, তার দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত