Ajker Patrika

ক্ষুধায় মারা গেল ৮ আফগানি শিশু

ক্ষুধায় মারা গেল ৮ আফগানি শিশু

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আট শিশু ক্ষুধায় মারা গেছে বলে জানিয়েছেন দেশটির সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মাদ মোহাকেক। রাশিয়ান বার্তা সংস্থা স্পুতনিক তাঁর একটি ফেসবুক পোস্টের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।

জানা গেছে, মারা যাওয়া ওই আট শিশুই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের। 

ফেসবুক পোস্টে হাজি মোহাম্মাদ মোহাকেক বলেন, দারিদ্রতা এবং ক্ষুধায় আট শিশুর মৃত্যু হয়েছে। 

মোহাকেক অভিযোগ করেন, তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে পর্যাপ্ত জীবনযাত্রার মান নিশ্চিত করতে পারেনি। আফগানিস্তানের শিয়া এবং হাজারা সম্প্রদায়কে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন আফগানিস্তানের সাবেক এই সংসদ সদস্য। 

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে সংখ্যালঘুদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 

উল্লেখ্য, আফগানিস্তানে ৯ শতাংশ মানুষ শিয়া এবং হাজারা সম্প্রদায়ের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত