মিয়ানমারের জান্তা বাহিনীর কাছ থেকে আরও একটি শহর দখল করে নিয়েছে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত সোমবার রাখাইনের পোন্নাজ্ঞিয়ুন শহর থেকে জান্তা বাহিনীর ৫৫০ পদাতিক ব্যাটালিয়নকে তাড়িয়ে শহরটির দখল নেয় এএ। এর মধ্য দিয়ে রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল গোষ্ঠীটি।
আরাকান আর্মি ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরটি সিতওয়ে থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আরাকান আর্মি রাজধানী সিতওয়েকে চারদিক থেকে ঘিরে রেখেছে।
এএ জানিয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরের দখল নিয়ে লড়াইয়ের সময় জান্তা বাহিনী যুদ্ধবিমান ও জলজ যুদ্ধযান থেকে ব্যাপক গোলা ও বোমা বর্ষণ করেছে। তার পরও তারা শহরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করেছে, পোন্নাজ্ঞিয়ুনে পতনের পর জান্তা বাহিনীর যুদ্ধবিমান শহরটির সঙ্গে রথিডঙের সংযোগ সেতু জাই তি পিন বোমা মেরে ভেঙে দেয়।
গত বছরের নভেম্বরে জান্তা বাহিনীবিরোধী অভিযান শুরু করার পর থেকে আরকান আর্মি এখন পর্যন্ত রাখাইন ও চিন রাজ্যের মোট আটটি শহর দখল করে নিয়েছে। এর মধ্যে চিন রাজ্যের পালেতওয়া উল্লেখযোগ্য। এ ছাড়া জান্তা বাহিনীর বিপুলসংখ্যক ঘাঁটি ও ফাঁড়ি দখল করে নিয়েছে গোষ্ঠীটি।
গত সোমবার আরাকান আর্মির মুখপাত্র উ খাইং থুক্কা এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাখাইন রাজ্য জান্তা বাহিনীর হাত থেকে মুক্ত না হবে এবং যতক্ষণ পর্যন্ত জান্তা বাহিনীকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত আরাকান আর্মি লড়াই চালিয়ে যাবে।
মিয়ানমারের জান্তা বাহিনীর কাছ থেকে আরও একটি শহর দখল করে নিয়েছে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত সোমবার রাখাইনের পোন্নাজ্ঞিয়ুন শহর থেকে জান্তা বাহিনীর ৫৫০ পদাতিক ব্যাটালিয়নকে তাড়িয়ে শহরটির দখল নেয় এএ। এর মধ্য দিয়ে রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল গোষ্ঠীটি।
আরাকান আর্মি ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরটি সিতওয়ে থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আরাকান আর্মি রাজধানী সিতওয়েকে চারদিক থেকে ঘিরে রেখেছে।
এএ জানিয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরের দখল নিয়ে লড়াইয়ের সময় জান্তা বাহিনী যুদ্ধবিমান ও জলজ যুদ্ধযান থেকে ব্যাপক গোলা ও বোমা বর্ষণ করেছে। তার পরও তারা শহরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করেছে, পোন্নাজ্ঞিয়ুনে পতনের পর জান্তা বাহিনীর যুদ্ধবিমান শহরটির সঙ্গে রথিডঙের সংযোগ সেতু জাই তি পিন বোমা মেরে ভেঙে দেয়।
গত বছরের নভেম্বরে জান্তা বাহিনীবিরোধী অভিযান শুরু করার পর থেকে আরকান আর্মি এখন পর্যন্ত রাখাইন ও চিন রাজ্যের মোট আটটি শহর দখল করে নিয়েছে। এর মধ্যে চিন রাজ্যের পালেতওয়া উল্লেখযোগ্য। এ ছাড়া জান্তা বাহিনীর বিপুলসংখ্যক ঘাঁটি ও ফাঁড়ি দখল করে নিয়েছে গোষ্ঠীটি।
গত সোমবার আরাকান আর্মির মুখপাত্র উ খাইং থুক্কা এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাখাইন রাজ্য জান্তা বাহিনীর হাত থেকে মুক্ত না হবে এবং যতক্ষণ পর্যন্ত জান্তা বাহিনীকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত আরাকান আর্মি লড়াই চালিয়ে যাবে।
রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেগত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রায় ২০ শতাংশ কমে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজারে। গতকাল রোববার দেশটির ক্ষমতাসীন দলের এক এমপির প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেসম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পরপরই ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক উঠেছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, আমাজন ও অ্যাপলের মতো ব্র্যান্ডগুলো এখন অনলাইন-অফলাইনে (সামাজিক যোগাযোগমাধ্যম) তীব্র...
২ ঘণ্টা আগেফিলিপিনো কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর জে তারিয়েলা জানিয়েছেন, তাঁরা বিতর্কিত স্কারবরো শোল এলাকায় জেলেদের সহায়তা দিচ্ছিলেন। এ সময় চীনা কোস্ট গার্ড ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করে। এর ফলে নিজেদের নৌযানের আঘাতে চীনা যুদ্ধজাহাজটির সামনের ডেকে বড়ধরনের ক্ষতি হয়েছে।
৩ ঘণ্টা আগে