Ajker Patrika

আইএসের বিরুদ্ধে লড়তে আত্মঘাতী বাহিনী গড়ার পরিকল্পনা তালেবানের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০: ৪৪
আইএসের বিরুদ্ধে লড়তে আত্মঘাতী বাহিনী গড়ার পরিকল্পনা তালেবানের

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই জোরদার করতে আত্মঘাতী বাহিনী গড়ার পরিকল্পনা করছে তালেবান সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গত বছরের আগস্টে ক্ষমতা নেওয়ার আগেও মার্কিনিদের বিরুদ্ধে আত্মঘাতী লড়াই চালিয়েছে তালেবান। তালেবানের উপমুখপাত্র বিলাল করিমি বলেন, ‘এখন আমরা পুনরায় আত্মঘাতী বাহিনী গড়তে চাই। আফগানিস্তানের নিরাপত্তার জন্য সারা দেশে থাকা আত্মঘাতী বোমা হামলাকারীদের বিক্ষিপ্ত স্কোয়াডগুলোকে একক ইউনিটের অধীনে কাজ করাতে চাই।’ 

বিলাল করিমি জানিয়েছেন, আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়তেই এই আত্মঘাতী বাহিনী গড়ে তোলা হবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এ পর্যন্ত পাঁচটি বড় হামলা চালিয়েছে আইএস। আর এসব হামলা ছিল আত্মঘাতী। 

এ নিয়ে করিমি বলেন, যাঁর শহীদ হতে চান, সেই সব ব্যক্তিকে এই বিশেষ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের বিশেষ অপারেশনের জন্য ব্যবহার করা হবে। 

করিমি জানান, কৌশলের অংশ হিসেবে তালেবান একটি শক্তিশালী ও সজ্জিত সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা করছে। এই বাহিনী সারা দেশ ও সীমান্তে মোতায়েন থাকবে। 

এর আগে গত নভেম্বরে তালেবানের চিফ অব স্টাফ কারি ফাইশুদ্দিন বলেন, প্রায় দেড় লাখ সেনা নতুন নিয়োগ দেবে তালেবান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত