বেরকারি সংস্থাগুলোর (এনজিও) নারীদের কাজে সরকারের নিষেধাজ্ঞা নিয়ে তালেবানের সঙ্গে আলোচনার জন্য আফগানিস্তান সফর করছে জাতিসংঘের শীর্ষ নারী কর্মকর্তার নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই সফরে নারীদের কাজ ও শিক্ষার অধিকার ছাড়াও কয়েকটি চলমান বিষয়ে কথা হবে।
এরই মধ্যে বুধবার কাবুলে পররাষ্ট্রমন্ত্রী আমিন খান মুত্তাকির সঙ্গে দেখা করেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদ। প্রতিনিধি দলে তাঁর সঙ্গে ইউএন উইমেনের প্রধান সিমা বাহৌসও রয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এ সফরেই জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কূটনীতিবিদ, প্রবাসী আফগান ও ওআইসির সঙ্গে আলোচনার জন্য তুরস্ক, কাতার ও পাকিস্তানে যাত্রাবিরতি করবেন বলে রয়টার্স জানিয়েছে।
কাবুলের মহাসচিবের দূতের সঙ্গে তালেবান সরকারের মন্ত্রীর সাক্ষাতের কথা তুলে ধরে জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, নারীদের কাজ করার অধিকার এবং শিক্ষার সুযোগ নিয়ে ‘সুস্পষ্ট সমঝোতার ইঙ্গিত’ মিলেছে।
আমিন খান মুত্তাকিকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া, তালেবান নেতাদের বিদেশ সফরে বিধিনিষেধ ও ব্যাংকিং লেনদেনে নিষেধাজ্ঞা থাকায় আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এসব বিষয় আন্তর্জাতিক মহলকে সমাধান করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের উচিত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া।’ এছাড়া আফগানিস্তানে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নারীদের কাজ করার সুযোগ থাকার কথাও তিনি তুলে ধরেন বলে বিবৃতিতে বলা হয়।
গত মাসে আফগানিস্তানে স্থানীয় ও আন্তর্জাতিক সব সংস্থার নারীদের কাজ করায় নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার। ‘পোশাক পরার তালেবান রীতি না মানার’ কারণ দেখিয়ে এই নির্দেশনা দেওয়া হয়। কদিন আগেই নারীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়।
এমন নির্দেশের পর দেশটিতে জাতিসংঘের সঙ্গে চুক্তিবদ্ধ বেশ কয়েকটি এনজিও কার্যক্রম বন্ধ করে দেয়। তবে গত সপ্তাহে স্বাস্থ্যের মতো কিছু খাতে নারীদের কাজ করার অনুমতি দেয় তালেবান।
এরপর এনজিওর কাজ ধীরে ধীরে আবার শুরু হচ্ছে।
বেরকারি সংস্থাগুলোর (এনজিও) নারীদের কাজে সরকারের নিষেধাজ্ঞা নিয়ে তালেবানের সঙ্গে আলোচনার জন্য আফগানিস্তান সফর করছে জাতিসংঘের শীর্ষ নারী কর্মকর্তার নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই সফরে নারীদের কাজ ও শিক্ষার অধিকার ছাড়াও কয়েকটি চলমান বিষয়ে কথা হবে।
এরই মধ্যে বুধবার কাবুলে পররাষ্ট্রমন্ত্রী আমিন খান মুত্তাকির সঙ্গে দেখা করেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদ। প্রতিনিধি দলে তাঁর সঙ্গে ইউএন উইমেনের প্রধান সিমা বাহৌসও রয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এ সফরেই জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কূটনীতিবিদ, প্রবাসী আফগান ও ওআইসির সঙ্গে আলোচনার জন্য তুরস্ক, কাতার ও পাকিস্তানে যাত্রাবিরতি করবেন বলে রয়টার্স জানিয়েছে।
কাবুলের মহাসচিবের দূতের সঙ্গে তালেবান সরকারের মন্ত্রীর সাক্ষাতের কথা তুলে ধরে জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, নারীদের কাজ করার অধিকার এবং শিক্ষার সুযোগ নিয়ে ‘সুস্পষ্ট সমঝোতার ইঙ্গিত’ মিলেছে।
আমিন খান মুত্তাকিকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া, তালেবান নেতাদের বিদেশ সফরে বিধিনিষেধ ও ব্যাংকিং লেনদেনে নিষেধাজ্ঞা থাকায় আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এসব বিষয় আন্তর্জাতিক মহলকে সমাধান করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের উচিত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া।’ এছাড়া আফগানিস্তানে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নারীদের কাজ করার সুযোগ থাকার কথাও তিনি তুলে ধরেন বলে বিবৃতিতে বলা হয়।
গত মাসে আফগানিস্তানে স্থানীয় ও আন্তর্জাতিক সব সংস্থার নারীদের কাজ করায় নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার। ‘পোশাক পরার তালেবান রীতি না মানার’ কারণ দেখিয়ে এই নির্দেশনা দেওয়া হয়। কদিন আগেই নারীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়।
এমন নির্দেশের পর দেশটিতে জাতিসংঘের সঙ্গে চুক্তিবদ্ধ বেশ কয়েকটি এনজিও কার্যক্রম বন্ধ করে দেয়। তবে গত সপ্তাহে স্বাস্থ্যের মতো কিছু খাতে নারীদের কাজ করার অনুমতি দেয় তালেবান।
এরপর এনজিওর কাজ ধীরে ধীরে আবার শুরু হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার দেওয়া বক্তব্যে ঘোষণা করেছেন—গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে ‘কাজ শেষ করতেই হবে’। তাঁর এই মন্তব্য এমন সময় এল, যখন একাধিক পশ্চিমা দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েল ক্রমবর্ধমানভাবে
১ ঘণ্টা আগেবিজেপির কৌশল এখানে স্পষ্ট। তারা জানে যে অর্থনৈতিক ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনায় গেলে সাধারণ মানুষের ক্ষোভ তাদের বিরুদ্ধেই যাবে। তাই ভোটের আগে বিভাজনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ‘আই লাভ মুহাম্মদ’ বনাম ‘আই লাভ মহাদেব’—এই বিতর্ককে বিজেপি ভোট মেরুকরণের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
১ ঘণ্টা আগেকানাডায় গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ইন্দরজিৎ সিং গোসাল। কারাগার থেকে বেরিয়ে আসার পরই তিনি ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী গুরপতবন্ত সিং পান্নুন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে হুমকি দিয়েছেন।
২ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের ভোপালে এক অদ্ভুত বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে সরগরম আদালত। মাত্র ৯ মাস আগে বিয়ের পিঁড়িতে বসা এক দম্পতি এখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, তাঁদের পোষা কুকুর ও বিড়াল একে অপরের সঙ্গে মোটেও মানিয়ে নিতে পারছে না।
২ ঘণ্টা আগে