বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে কিছু সেনা রাখার পরিকল্পনা করছে তুরস্ক। এ ব্যাপারে আজ তুরস্ককে সতর্ক করে দিয়েছে তালেবান। এই সিদ্ধান্তকে ‘নিন্দনীয়’ বলে অভিহিত করে এর জন্য ‘পরিণতি’ বরণ করতে হবে বলেও সতর্ক করে দিয়েছে তারা।
ন্যাটো সেনা প্রত্যাহারের পর রাজধানী কাবুলের বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় আঙ্কারা। সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক, রাজনৈতিক ও লজিস্টিক সহায়তা নিয়েও আলোচনায় চলছে।
তুরস্ক বলেছে, আফগানিস্তানের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার জন্য কাবুল বিমানবন্দর অবশ্যই চালু রাখতে হবে। যেখানে আজ মঙ্গলবারও বোমার বিস্ফোরণে কেঁপে উঠেছে কাবুল। দেশজুড়ে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে।
তুরস্কের পরিকল্পনার বিষয়ে তালেবান এক বিবৃতিতে বলেছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান এই নিন্দনীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। যদি তুর্কি কর্মকর্তারা তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ব্যর্থ হন এবং আমাদের দেশে দখলদারিত্ব অব্যাহত রাখেন, তবে ইসলামিক আমিরাত...তাঁদের বিরুদ্ধে অবস্থান নেবে।
এর পরিণতির দায় যারা দখলদারিত্বের সঙ্গে আছেন তাঁদের কাঁধে পড়বে বলেও হুঁশিয়ার করে দিয়েছে তালেবান।
মার্কিন আগ্রাসনের আগে পর্যন্ত ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে তালেবান। কাবুলে পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে নতুনভাবে ইসলামি শাসন কায়েমের জন্য ২০ বছর ধরে লড়াই করে আসছে তারা। সেপ্টেম্বরের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার পর তালেবান নতুন করে উৎসাহ পেয়েছে। তারা গুরুত্বপূর্ণ শহর এবং অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে। এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
গত সোমবার সন্ধ্যায় তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার মন্ত্রিপরিষদের বৈঠকের পরে সাংবাদিকদের বলেছেন, কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে তুরস্ক যুক্তরাষ্ট্রের সহযোগীদের সঙ্গে কয়েকটি বিষয়ে একমত হয়েছে। বিমানবন্দরটি চালু থাকতে হবে, পরিচালিত (তৃতীয়পক্ষের মাধ্যমে) হতে হবে। সব দেশই এটি বলছে। বিমানবন্দরটি যদি নিরাপদ ও সচল না থাকে তবে সবাইকে সেখান থেকে কূটনৈতিক মিশন প্রত্যাহার করতে হবে।
বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে কিছু সেনা রাখার পরিকল্পনা করছে তুরস্ক। এ ব্যাপারে আজ তুরস্ককে সতর্ক করে দিয়েছে তালেবান। এই সিদ্ধান্তকে ‘নিন্দনীয়’ বলে অভিহিত করে এর জন্য ‘পরিণতি’ বরণ করতে হবে বলেও সতর্ক করে দিয়েছে তারা।
ন্যাটো সেনা প্রত্যাহারের পর রাজধানী কাবুলের বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় আঙ্কারা। সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক, রাজনৈতিক ও লজিস্টিক সহায়তা নিয়েও আলোচনায় চলছে।
তুরস্ক বলেছে, আফগানিস্তানের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার জন্য কাবুল বিমানবন্দর অবশ্যই চালু রাখতে হবে। যেখানে আজ মঙ্গলবারও বোমার বিস্ফোরণে কেঁপে উঠেছে কাবুল। দেশজুড়ে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে।
তুরস্কের পরিকল্পনার বিষয়ে তালেবান এক বিবৃতিতে বলেছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান এই নিন্দনীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। যদি তুর্কি কর্মকর্তারা তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ব্যর্থ হন এবং আমাদের দেশে দখলদারিত্ব অব্যাহত রাখেন, তবে ইসলামিক আমিরাত...তাঁদের বিরুদ্ধে অবস্থান নেবে।
এর পরিণতির দায় যারা দখলদারিত্বের সঙ্গে আছেন তাঁদের কাঁধে পড়বে বলেও হুঁশিয়ার করে দিয়েছে তালেবান।
মার্কিন আগ্রাসনের আগে পর্যন্ত ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে তালেবান। কাবুলে পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে নতুনভাবে ইসলামি শাসন কায়েমের জন্য ২০ বছর ধরে লড়াই করে আসছে তারা। সেপ্টেম্বরের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার পর তালেবান নতুন করে উৎসাহ পেয়েছে। তারা গুরুত্বপূর্ণ শহর এবং অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে। এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
গত সোমবার সন্ধ্যায় তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার মন্ত্রিপরিষদের বৈঠকের পরে সাংবাদিকদের বলেছেন, কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে তুরস্ক যুক্তরাষ্ট্রের সহযোগীদের সঙ্গে কয়েকটি বিষয়ে একমত হয়েছে। বিমানবন্দরটি চালু থাকতে হবে, পরিচালিত (তৃতীয়পক্ষের মাধ্যমে) হতে হবে। সব দেশই এটি বলছে। বিমানবন্দরটি যদি নিরাপদ ও সচল না থাকে তবে সবাইকে সেখান থেকে কূটনৈতিক মিশন প্রত্যাহার করতে হবে।
ইসরায়েল আবারও গাজা সিটিতে সামরিক অভিযান শুরু করেছে। যুদ্ধ পর্যবেক্ষকদের কাছে বিষয়টি বিস্ময়ের মনে হতে পারে। অনেকের প্রশ্ন—যুদ্ধের শুরুতেই কি গাজা সিটি হামাসের কাছ থেকে দখল করেনি ইসরায়েল?
১ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলের টানা প্রায় দুই বছরের আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে অন্তত ১৮ হাজার ৮৮৫ জন শিশু। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় মঙ্গলবার এ তথ্য দিয়েছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে দেওয়া এ সংখ্যাকে “মানবসভ্যতার জন্য ভয়াবহ কলঙ্ক” বলছেন বিশ্লেষকেরা।
১ ঘণ্টা আগেজাপানের জনপ্রিয় কনভেনিয়েন্স চেইন ‘মিনিস্টপ’-এ খাবারের মেয়াদ জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ার পর প্রায় ১ হাজার ৬০০ শাখায় রান্না করা সব ধরনের খাবার বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্টোরটি।
১০ ঘণ্টা আগেমালয়েশিয়ার তেরেংগানু প্রদেশে মুসলিম পুরুষদের জন্য শুক্রবারের জুমার নামাজে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। আর এ নিয়ম ভাঙলে শাস্তির বিধানও ঘোষণা করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া জুমার নামাজ বাদ দিলে মুসলিম পুরুষদের দুই বছরের কারাদণ্ড কিংবা সর্বোচ্চ তিন হাজার রিঙ্গিত (৮৬ হাজার টাকা)
১১ ঘণ্টা আগে