Ajker Patrika

জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা 

আপডেট : ১৬ মার্চ ২০২২, ২৩: ৫৭
জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা 

জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সন্ধ্যায় জাপানের উত্তরাঞ্চলের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে ভূমিকম্প কবলিত এলাকা সুনামির আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রের প্রায় ৬০ কিলোমিটার বা ৩৬ মাইল নিচে উৎপত্তি হয়। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা যায়নি । 

জাপানের আবহাওয়া দপ্তর দেশটির মিয়াগি ও ফুকুশিমা এলাকার কিছু অংশে এক মিটার বা ৩ ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউসহ সুনামি হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে। জাপানের জাতীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে—এরই মধ্যে সুনামি বেশ কিছু এলাকায় আঘাত হেনেছে। 

ফুকুশিমা দাইচি পারমাণবিক প্ল্যান্ট পরিচালনাকারী সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করছেন। এর আগে ২০১১ সালের এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর বিদ্যুৎ কেন্দ্রটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

 ২০১১ সালে উত্তর জাপানের এই অঞ্চলে ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প এবং সুনামি আঘাত হেনেছিল। বুধবারের ভূমিকম্পটি ২০১১ সালের মার্চ মাসের সেই ভূমিকম্পের বিপর্যয়ের ১১ তম বছর পূর্ণ হওয়ার কয়েক দিন পরেই এই ভূমিকম্প হলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত