আফগানিস্তানের শাসনক্ষমতায় থাকা তালেবান কৌশলগত পারমাণবিক অস্ত্র অর্জনের পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এমনটাই দাবি করেছেন দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান রহমতুল্লাহ নাবিল। তাঁর দাবি, ক্ষমতা সুসংহত করতেই তালেবান এমনটা করতে চায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রহমতুল্লাহ নাবিল আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শাসনামলে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। গত সপ্তাহে তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত হেরাত নিরাপত্তা সংলাপে যোগ দিয়ে রহমতুল্লাহ নাবিল বলেন, আধুনিক সমরশক্তির নিদর্শন হিসেবে তালেবান সরকার উত্তর কোরিয়া, ইরান, চীন ও রাশিয়ার পদাঙ্ক অনুসরণ করে পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তালেবান দেশটির ক্ষমতা দখল করে। এরপর তারা আফগানিস্তানে শরিয়া শাসন চালুর ঘোষণা দেয়। সেই থেকেই পশ্চিমা বিশ্ব আফগানিস্তানের সমালোচনায় মুখর। পশ্চিমা বিশ্বের দাবি, তালেবান সরকার আফগানিস্তানে ব্যাপকভাবে নারী ও মানবাধিকার লঙ্ঘন করছে। এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তাদের কাছে থাকা আফগান রিজার্ভ জব্দ করেছে।
নাবিল বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, তালেবান সরকার কীভাবে কৌশলগত পারমাণবিক অস্ত্র অর্জন করা যায় সেই পথ খুঁজছে। এমনো হতে পারে যে, তারা পাকিস্তানের কাছ থেকে সেটি সরাসরি পেতে পারে, কিংবা দেশটির প্রকৌশলীদের কাছ থেকে অর্থের বিনিময়ে অস্ত্র তৈরি করিয়ে নিতে পারে। এমনটা হলে তা হবে এক ভয়াবহ বিপর্যয়।’
তবে সংলাপে উপস্থিত বিশ্লেষক ও বিশেষজ্ঞরা তালেবানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয় নিয়ে বেশ সন্দিহান মনোভাব পোষণ করেন। তাঁদের মতে, আসলেই তালেবানের এমন কৌশলগত অস্ত্র অর্জনের সক্ষমতা আছে কি না, একই সঙ্গে তাদের ইচ্ছা ও যাদের কাছ থেকে অস্ত্র বা প্রযুক্তি নেবে, তাদের সঙ্গে ভালো সংযোগ রয়েছে কি না, তা নিয়েও তাঁরা সন্দেহ পোষণ করেছেন।
তালেবানকে ‘জিহাদি যন্ত্র’ উল্লেখ করে নাবিল বলেন, ‘তাদের ইচ্ছা রয়েছে এবং কীভাবে তা পাবে তা নিয়েও তারা আলোচনা করছে। বিশেষ করে কীভাবে অন্যরা পারমাণবিক অস্ত্র অর্জন করেছে, সে বিষয়টি নিয়ে তারা আলোচনা করছে। তাই তারা (তালেবান) কী অর্জন করতে চায়, তা এখন থেকেই নজরে রাখতে হবে।’
সাবেক এই আফগান স্পাই মাস্টার বলেন, ‘বিগত দুই বছরে দেখা গেছে যে, এই সন্ত্রাসবাদী গোষ্ঠী ব্যাপক কৌশলগত গভীরতা অর্জন করেছে।’ এ সময় তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশ আফগানিস্তানে যেসব অস্ত্র ফেলে গেছে, সেগুলোর দখল তালেবানের হাতে চলে গেছে উল্লেখ করে বলেন, ‘তাদের দখলে রয়েছে ন্যাটো বাহিনীর অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ।’ তিনি আরও বলেন, ‘এমনকি তাদের হাতে রয়েছে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা, যা দিয়ে তারা আফগান জনগণের ওপর নজরদারি করছে।’
আফগানিস্তানের শাসনক্ষমতায় থাকা তালেবান কৌশলগত পারমাণবিক অস্ত্র অর্জনের পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এমনটাই দাবি করেছেন দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান রহমতুল্লাহ নাবিল। তাঁর দাবি, ক্ষমতা সুসংহত করতেই তালেবান এমনটা করতে চায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রহমতুল্লাহ নাবিল আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শাসনামলে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। গত সপ্তাহে তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত হেরাত নিরাপত্তা সংলাপে যোগ দিয়ে রহমতুল্লাহ নাবিল বলেন, আধুনিক সমরশক্তির নিদর্শন হিসেবে তালেবান সরকার উত্তর কোরিয়া, ইরান, চীন ও রাশিয়ার পদাঙ্ক অনুসরণ করে পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তালেবান দেশটির ক্ষমতা দখল করে। এরপর তারা আফগানিস্তানে শরিয়া শাসন চালুর ঘোষণা দেয়। সেই থেকেই পশ্চিমা বিশ্ব আফগানিস্তানের সমালোচনায় মুখর। পশ্চিমা বিশ্বের দাবি, তালেবান সরকার আফগানিস্তানে ব্যাপকভাবে নারী ও মানবাধিকার লঙ্ঘন করছে। এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তাদের কাছে থাকা আফগান রিজার্ভ জব্দ করেছে।
নাবিল বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, তালেবান সরকার কীভাবে কৌশলগত পারমাণবিক অস্ত্র অর্জন করা যায় সেই পথ খুঁজছে। এমনো হতে পারে যে, তারা পাকিস্তানের কাছ থেকে সেটি সরাসরি পেতে পারে, কিংবা দেশটির প্রকৌশলীদের কাছ থেকে অর্থের বিনিময়ে অস্ত্র তৈরি করিয়ে নিতে পারে। এমনটা হলে তা হবে এক ভয়াবহ বিপর্যয়।’
তবে সংলাপে উপস্থিত বিশ্লেষক ও বিশেষজ্ঞরা তালেবানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয় নিয়ে বেশ সন্দিহান মনোভাব পোষণ করেন। তাঁদের মতে, আসলেই তালেবানের এমন কৌশলগত অস্ত্র অর্জনের সক্ষমতা আছে কি না, একই সঙ্গে তাদের ইচ্ছা ও যাদের কাছ থেকে অস্ত্র বা প্রযুক্তি নেবে, তাদের সঙ্গে ভালো সংযোগ রয়েছে কি না, তা নিয়েও তাঁরা সন্দেহ পোষণ করেছেন।
তালেবানকে ‘জিহাদি যন্ত্র’ উল্লেখ করে নাবিল বলেন, ‘তাদের ইচ্ছা রয়েছে এবং কীভাবে তা পাবে তা নিয়েও তারা আলোচনা করছে। বিশেষ করে কীভাবে অন্যরা পারমাণবিক অস্ত্র অর্জন করেছে, সে বিষয়টি নিয়ে তারা আলোচনা করছে। তাই তারা (তালেবান) কী অর্জন করতে চায়, তা এখন থেকেই নজরে রাখতে হবে।’
সাবেক এই আফগান স্পাই মাস্টার বলেন, ‘বিগত দুই বছরে দেখা গেছে যে, এই সন্ত্রাসবাদী গোষ্ঠী ব্যাপক কৌশলগত গভীরতা অর্জন করেছে।’ এ সময় তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশ আফগানিস্তানে যেসব অস্ত্র ফেলে গেছে, সেগুলোর দখল তালেবানের হাতে চলে গেছে উল্লেখ করে বলেন, ‘তাদের দখলে রয়েছে ন্যাটো বাহিনীর অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ।’ তিনি আরও বলেন, ‘এমনকি তাদের হাতে রয়েছে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা, যা দিয়ে তারা আফগান জনগণের ওপর নজরদারি করছে।’
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
২ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
২ ঘণ্টা আগে