Ajker Patrika

ইরানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০

আপডেট : ০৮ জুন ২০২২, ১৩: ৫১
ইরানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০

ইরানের পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৭ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আজ বুধবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ওই ট্রেনে আনুমানিক ৩৫০ জন যাত্রী ছিল। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি বগি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। 

দুর্ঘটনাস্থল প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে যোগাযোগব্যবস্থা খুবই দুর্বল। ফলে উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত ট্রেনটি প্রথমে একটি এক্সকাভেটরের (খননকারী যন্ত্র) সঙ্গে ধাক্কা খায় এবং এরপরই লাইনচ্যুত হয়। 

এর আগে ২০০৪ সালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩২০ জন নিহত হয়েছিল। ২০১৬ সালে অন্য আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল কয়েক ডজন মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত