অনলাইন ডেস্ক
মার্কিন সামরিক বাহিনী ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। এর মধ্যে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগোরু এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং, উভয়েই তাঁদের পূর্বনির্ধারিত এই সফর বাতিল করেছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের একজন মুখপাত্র লি-র অনুপস্থিতির কারণ হিসেবে ‘অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় এবং মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি’র সম্মিলিত প্রভাবের কথা উল্লেখ করেছেন।
অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘বিভিন্ন পরিস্থিতি’কে ইশিবা শিগোরুর শেষ মুহূর্তের সফর বাতিলের কারণ হিসেবে উল্লেখ করেছে। তবে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে জাপানে চলমান শোকাবহ বার্ষিকীগুলোর একটি ধারাবাহিকতাও এর পেছনে কাজ করছে। এর মধ্যে এই সপ্তাহে সংঘটিত ওকিনাওয়া যুদ্ধের ৮০তম বার্ষিকী বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে প্রায় ২ লাখ মানুষ, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিল। এ ছাড়া, আগস্ট মাসে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণের মর্মান্তিক বার্ষিকীও রয়েছে।
ন্যাটোভুক্ত দেশ না হয়েও এই সম্মেলনে যোগদানের জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ব্যক্তিগতভাবে এই সম্মেলনে উপস্থিত না থাকার কথা জানিয়েছিলেন।
জানা গেছে, এই তিন দেশের নেতারাই তাঁদের পরিবর্তে ডেপুটিদের সম্মেলনে পাঠাবেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে এই অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরও খবর পড়ুন:
মার্কিন সামরিক বাহিনী ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। এর মধ্যে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগোরু এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং, উভয়েই তাঁদের পূর্বনির্ধারিত এই সফর বাতিল করেছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের একজন মুখপাত্র লি-র অনুপস্থিতির কারণ হিসেবে ‘অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় এবং মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি’র সম্মিলিত প্রভাবের কথা উল্লেখ করেছেন।
অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘বিভিন্ন পরিস্থিতি’কে ইশিবা শিগোরুর শেষ মুহূর্তের সফর বাতিলের কারণ হিসেবে উল্লেখ করেছে। তবে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে জাপানে চলমান শোকাবহ বার্ষিকীগুলোর একটি ধারাবাহিকতাও এর পেছনে কাজ করছে। এর মধ্যে এই সপ্তাহে সংঘটিত ওকিনাওয়া যুদ্ধের ৮০তম বার্ষিকী বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে প্রায় ২ লাখ মানুষ, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিল। এ ছাড়া, আগস্ট মাসে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণের মর্মান্তিক বার্ষিকীও রয়েছে।
ন্যাটোভুক্ত দেশ না হয়েও এই সম্মেলনে যোগদানের জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ব্যক্তিগতভাবে এই সম্মেলনে উপস্থিত না থাকার কথা জানিয়েছিলেন।
জানা গেছে, এই তিন দেশের নেতারাই তাঁদের পরিবর্তে ডেপুটিদের সম্মেলনে পাঠাবেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে এই অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরও খবর পড়ুন:
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে