Ajker Patrika

মালয়েশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে আহত দুই শতাধিক

মালয়েশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে আহত দুই শতাধিক

ঢাকা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুটি মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে পেট্রোনাস টুইন টাওয়ারে কাছে এ দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ প্রধান মোহাম্মদ জয়নাল আবদুল্লাহর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় ৪৭ জন গুরুতর আহত হয়েছেন এবং ১৬৬ জন সামান্য আঘাত পেয়েছেন।

জেলা পুলিশ প্রধান মোহাম্মদ জয়নাল আবদুল্লাহ বলেন, একটি ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। এটির মেরামত কাজ চলছিল। একই লাইন দিয়ে বিপরীত দিকে ২১৩ জন যাত্রী নিয়ে আরেকটি ট্রেন এসে ধাক্কা খেলে এ সংঘর্ষ হয়। আমরা এখনো ঘটনাটি তদন্ত করছি। তবে ধারণা করা হচ্ছে অপারেশন কন্ট্রোল রুমে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার ছবি ও ভিডিওতে দেখা যায়, অনেক যাত্রীর শরীরে রক্ত লেগে আছে। এছাড়া ট্রেনের ভেতরে জানালার ভাঙা কাচের টুকরা ছড়িয়ে আছে।

পরিবহনমন্ত্রী উই কা সিয়ং বলেছেন, মালয়েশিয়ায় মেট্রো সিস্টেমের ২৩ বছরের মধ্যে এটিই প্রথম বড় কোনো দুর্ঘটন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত