Ajker Patrika

‘দয়া করে এগিয়ে আসুন’

আজকের পত্রিকা ডেস্ক
‘দয়া করে এগিয়ে আসুন’

‘আপনারা দয়া করে এগিয়ে আসুন, আমাকে সাহায্য করুন। তালেবান আমাদের বাড়িতে এসেছে। ঘরে আমার বোনদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’ গত বুধবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এভাবেই আকুতি জানান আফগানিস্তানের এক নারী। এর পর থেকে তাকে এবং তাঁর বোনদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নারীদের অধিকার এবং শিক্ষার দাবি নিয়ে গত সপ্তাহে আন্দোলন করেছিলেন দেশটির একদল নারী। তাতে যোগ দিয়েছিলেন বাড়িতে হামলার শিকার হয়ে গুম হওয়া তামান্না জারিয়াবি। এর কয়েক দিন পর রাতে তাঁর বাড়িতে তালেবান সেনারা হামলা করে সবাইকে নিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে নারীদের অধিকার থেকে বঞ্চিত করছে তালেবান। সম্প্রতি যাঁরা অধিকার ফিরে পেতে সোচ্চার হচ্ছেন এবং আওয়াজ তুলছেন সেসব নারীর বাড়িতে হানা দিচ্ছে সেনারা। এমনকি মানা হচ্ছে না আফগানিস্তানের চিরায়ত নিয়মও। দেশটির নিয়ম অনুযায়ী কোনো ঘরে নারীদের সঙ্গে পুরুষ না থাকলে বাইরের পুরুষ ঘরে প্রবেশ করতে পারবেন না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত