Ajker Patrika

জাপানের আকাশসীমার কাছাকাছি চীন-রাশিয়ার যুদ্ধবিমান

আপডেট : ২৪ মে ২০২২, ২০: ৫৫
জাপানের আকাশসীমার কাছাকাছি চীন-রাশিয়ার যুদ্ধবিমান

জাপানের আকাশসীমার কাছাকাছি চীন ও রাশিয়ার যুদ্ধবিমান দেখা গেছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। জাপানের রাজধানী টোকিওতে চার দেশীয় জোট কোয়াডের বৈঠক চলাকালেই চীন ও রাশিয়ার যুদ্ধবিমান দেখা গেল দেশটির আকাশসীমার কাছাকাছি। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন, তাঁর সরকার এরই মধ্যে জাপানের আকাশসীমার কাছাকাছি চীন-রাশিয়ার যুদ্ধবিমানের যৌথ মহড়ার বিষয়টি গভীর মনোযোগের সঙ্গে বিবেচনা করছে। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে চার দেশ—যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের জোট কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। 

নবুও কিশি বলেছেন, ‘দুটি চীনা যুদ্ধবিমানের সঙ্গে দুটি রুশ যুদ্ধবিমান যুক্ত হয়ে জাপানের আকাশসীমার কাছাকাছি মহড়া চালায়। বিমানগুলো পরে পূর্ব চীন সাগর উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়।’

যদিও যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমায় প্রবেশ করেনি তবে সেগুলো খুব কাছাকাছিই মহড়া দিয়েছে। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত এই নিয়ে চারবার এমন ঘটনা ঘটল। 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এর আগেও জাপানের হোক্কাইডো এবং নোটো পেনিনসুলায় রাশিয়ার গোয়েন্দা বিমান উড়ে যেতে দেখা গেছে। তিনি, রাশিয়ার এমন আচরণকে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছেন।

এর আগে, কোয়াড সম্মেলনের প্রথম দিন গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন—তাইওয়ানকে চীনের আক্রমণ থেকে রক্ষা করা তাদের কাছে প্রতিজ্ঞা রক্ষার মতো। জবাবে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন জানিয়েছে, তাইওয়ানের বিষয়টি একান্তভাবেই তাদের অভ্যন্তরীণ ইস্যু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে’—হুমকির ৩ দিন পরেই বাবলাকে হত্যা

‘চিটাংঅর মইদ্যে সরোয়াইজ্জা মরিব’— ফোনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের চেলা রায়হানের হুমকি

সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার

বিএনপি মহাসচিবকে ফোন করে বলেছিলাম, আমরা একটু আলোচনায় বসি: জামায়াত নেতা তাহের

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

এলাকার খবর
Loading...