Ajker Patrika

‘দুঃখজনক বিজয়ের’ মাধ্যমে শেষ হবে চীন-তাইওয়ান যুদ্ধ : তাইওয়ানের মন্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫: ২৮
‘দুঃখজনক বিজয়ের’ মাধ্যমে শেষ হবে চীন-তাইওয়ান যুদ্ধ : তাইওয়ানের মন্ত্রী

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বলেছেন, চীন ও তাইওয়ানের মধ্যে ভবিষ্যতে যে-ই জিতুক না কেন, তা হবে দুঃখজনক বিজয়। একটি ‘দুঃখজনক বিজয়ের’ মাধ্যমে যুদ্ধটা শেষ হবে। তবে সবাই সংঘাত এড়িয়ে যেতে পারলে সেটি হবে সবচেয়ে ভালো উপায়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের নিরাপত্তা-প্রভাব নিয়ে আয়োজিত সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

চিউ কুও-চেং বলেছেন, চীন ও তাইওয়ানের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষকেই চড়া মূল্য দিতে হবে। যদি সত্যি সত্যি যুদ্ধ বেঁধে যায়, সবাই দুঃখী হবে। এমনকি বিজয়ীদেরও দুঃখজনক পরিণতি বরণ করতে হবে। সবারই এটা বোঝা উচিত এবং সংঘাত এড়িয়ে চলা উচিত। 

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর তাইওয়ান তার সতর্কতা বাড়িয়েছে। তবে তারা চীনা কার্যকলাপ সম্পর্কে কোনো অভিযোগ করেনি। 

চিউ কুও-চেং আরও বলেন, ‘আমরা শান্তভাবে চীনের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী আমরা প্রস্তুত রয়েছি।’ 

রয়টার্স লিখেছে, তাইওয়ানের সমরকৌশলীরা বিশাল প্রতিবেশী চীনের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে নিজেদের যুদ্ধকৌশল কেমন হবে তা বোঝার জন্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং দেশটির প্রতিরোধের বিষয়গুলো অধ্যয়ন করছেন। চিউ কুও-চেং বলেন, ‘আমরা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে অনেক কিছু শিখছি।’ 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ডামাডোলের মধ্যে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাইওয়ানকে চীন তার নিজের ভূখণ্ড হিসেবেই দেখে। এ কারণে এই দ্বীপরাষ্ট্রের কাছেই গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে চীন। তবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই তাইপে চীনের এমন মনোভাবের তীব্র বিরোধী। তিনি তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবেই মনে করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত