গাজার সমুদ্র উপকূলে পুরোপুরি নিরস্ত্র ছিল দুই ফিলিস্তিনি। তাঁদের মধ্যে একজন ইসরায়েলি সেনাদের উদ্দেশে হাতে থাকা সাদা কাপড় উড়িয়েছেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ইসরায়েলি সেনারা সেই দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এবং তারপর বুলডোজার দিয়ে বালিচাপা দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাছে এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ আছে। ভিডিও থেকে দেখা গেছে, গাজার একটি এলাকায় বিচ্ছিন্নভাবে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে একজনের হাতে ছোট্ট এক টুকরো সাদা কাপড় ছিল। তিনি বারবার সেই সাদা কাপড় উড়িয়ে বার্তা দিতে চাইলেন, তাঁরা ইসরায়েলি সেনাদের জন্য কোনো হুমকি না।
ভিডিও থেকে আরও দেখা গেছে, তবে সাদা কাপড় উড়িয়েও লাভ হয়নি। তাঁদের দুজনকেই গুলি করে হত্যা করা হয়েছে। পরে একটি বুলডোজারের সাহায্যে কাছাকাছি, কিন্তু পৃথক দুটি স্থানে ওই দুই ব্যক্তিকে বালিচাপা দেওয়া হয়।
ফিলিস্তিনে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অধ্যাপক রিচার্ড ফাল্ক বলেছেন, ‘এই ঘটনা ইসরায়েলি সেনারা দৈনন্দিন ভিত্তিতে গাজায় যে নৃশংসতা চালাচ্ছে তার জ্বলন্ত প্রমাণ।’ তবে এই প্রথম নয়, এর আগেও হাজারো বার ইসরায়েলি সেনারা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে।
এই তো কিছুদিন আগেই, উত্তর গাজার একটি ত্রাণ ক্যাম্পে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছিল ইসরায়েলি সেনারা। গত ২৯ ফেব্রুয়ারি গাজা শহরের পশ্চিম নাবুলসি গোলচত্বরে ত্রাণের ট্রাকের দিকে খাবারের জন্য মরিয়া হাজার হাজার মানুষ ছুটে গেলে ভিড়ের ওপর গুলি চালায় ইসরায়েলিরা। সেই গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় অন্তত ১১২ জন এবং আহত হয় আরও অন্তত ৭ শতাধিক ফিলিস্তিনি।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গত মার্চ। সেদিন গাজা শহরের উপকণ্ঠে কুয়েত গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর বিনা কারণে ছোড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়।
গাজার সমুদ্র উপকূলে পুরোপুরি নিরস্ত্র ছিল দুই ফিলিস্তিনি। তাঁদের মধ্যে একজন ইসরায়েলি সেনাদের উদ্দেশে হাতে থাকা সাদা কাপড় উড়িয়েছেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ইসরায়েলি সেনারা সেই দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এবং তারপর বুলডোজার দিয়ে বালিচাপা দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাছে এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ আছে। ভিডিও থেকে দেখা গেছে, গাজার একটি এলাকায় বিচ্ছিন্নভাবে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে একজনের হাতে ছোট্ট এক টুকরো সাদা কাপড় ছিল। তিনি বারবার সেই সাদা কাপড় উড়িয়ে বার্তা দিতে চাইলেন, তাঁরা ইসরায়েলি সেনাদের জন্য কোনো হুমকি না।
ভিডিও থেকে আরও দেখা গেছে, তবে সাদা কাপড় উড়িয়েও লাভ হয়নি। তাঁদের দুজনকেই গুলি করে হত্যা করা হয়েছে। পরে একটি বুলডোজারের সাহায্যে কাছাকাছি, কিন্তু পৃথক দুটি স্থানে ওই দুই ব্যক্তিকে বালিচাপা দেওয়া হয়।
ফিলিস্তিনে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অধ্যাপক রিচার্ড ফাল্ক বলেছেন, ‘এই ঘটনা ইসরায়েলি সেনারা দৈনন্দিন ভিত্তিতে গাজায় যে নৃশংসতা চালাচ্ছে তার জ্বলন্ত প্রমাণ।’ তবে এই প্রথম নয়, এর আগেও হাজারো বার ইসরায়েলি সেনারা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে।
এই তো কিছুদিন আগেই, উত্তর গাজার একটি ত্রাণ ক্যাম্পে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছিল ইসরায়েলি সেনারা। গত ২৯ ফেব্রুয়ারি গাজা শহরের পশ্চিম নাবুলসি গোলচত্বরে ত্রাণের ট্রাকের দিকে খাবারের জন্য মরিয়া হাজার হাজার মানুষ ছুটে গেলে ভিড়ের ওপর গুলি চালায় ইসরায়েলিরা। সেই গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় অন্তত ১১২ জন এবং আহত হয় আরও অন্তত ৭ শতাধিক ফিলিস্তিনি।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গত মার্চ। সেদিন গাজা শহরের উপকণ্ঠে কুয়েত গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর বিনা কারণে ছোড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান মার্জোরি টেইলর গ্রিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর ডানপন্থী মিত্র। ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে একাধিকবার উল্লেখ করেছেন তিনি। রিপাবলিকান পার্টিতে ইসরায়েলের বর্বরতা নিয়ে সরব নেতাদের মধ্যে তিনি অন্যতম।
৮ মিনিট আগেশতদ্রু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় পাকিস্তানের পাঞ্জাবে বন্যার হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল শনিবার গণ্ডা সিং ওয়ালা এলাকায় নদীর পানি বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২০ মিনিট আগেইসরায়েলি আগ্রাসনের মুখে ব্যাপকভাবে ধুঁকতে থাকা গাজাবাসীর জন্য মানবিক সহায়তা নিশ্চিতে অঞ্চলটিতে জাতিসংঘের বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স। স্থানীয় সময় গতকাল আইরিশ গণমাধ্যমে এই বিষয়টি প্রকাশিত হয়।
২২ মিনিট আগেবাতু গুহার সৌন্দর্য থেকে কুয়ালালামপুরের আকাশচুম্বী অট্টালিকা-মালয়েশিয়া সব সময়ই ভ্রমণপিপাসুদের আকর্ষণ করে। এখন দেশটির সরকার বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ যে কোনো দেশের নাগরিকই শর্তসাপেক্ষে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে