Ajker Patrika

ফোন তুলতে গিয়ে পাথরের ফাঁকে আটকা, ৭ ঘণ্টা উল্টো ঝুলে থাকার পর নারীকে উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২: ৩২
ফোন তুলতে গিয়ে পাথরের ফাঁকে আটকা, ৭ ঘণ্টা উল্টো ঝুলে থাকার পর নারীকে উদ্ধার

ট্রেকিং করতে গিয়ে বিপাকে পড়েন এক নারী। হাত ফসকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে আটকে পড়েন দুই পাথরের ফাঁকে। প্রায় সাত ঘণ্টা উল্টো হয়ে ঝুলে ছিলেন ওই নারী। পরে সরকারি জরুরি পরিষেবার কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে। 

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য রেজিস্টারের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের অ্যাম্বুলেন্স সার্ভিস এ ঘটনার বর্ণনায় বলেছে, এক নারী পাথরের ফাঁকে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। 

ওই নারীর হাত থেকে মোবাইল ফোন পড়ে গিয়েছিল। তিনি সেটি তুলতে গিয়ে পড়ে যান। পাথরের ফাঁকে পা আটকে উল্টো হয়ে ঝুলে ছিলেন। বন্ধুরা এক ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হলে জরুরি পরিষেবার সহায়তা চান। 

দীর্ঘ সাত ঘণ্টা ঝুলে থাকার পর প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন ওই নারী। ছবি: সংগৃহীতবিশেষজ্ঞ উদ্ধারকর্মী ও প্যারামেডিকেরা এসে পাথর সরানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত একটি কাঠের ফ্রেম তৈরি করে এবং একটি উইঞ্চ (উত্তোলক যন্ত্র) ব্যবহার করে পাথর সরান। এরপর ওই নারীর পা দুটি দৃশ্যমান হয়। কিন্তু বের হওয়ার পথটি সরু ও ইংরেজি ‘এস’ আকৃতির হওয়ায় তাঁকে বের করা কঠিন হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে তাঁকে বের করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। 

দীর্ঘ সাত ঘণ্টা ঝুলে থাকার পর ওই নারী উদ্ধার হন। গায়ের বিভিন্ন স্থানে সামান্য আঁচড় ছাড়া তেমন কোনো জখম হননি তিনি। তবে তাঁর মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত