Ajker Patrika

মারিউপোলের মসজিদ থেকে তুর্কিদের সরিয়ে নিতে রাশিয়ার সাহায্য চাইল তুরস্ক 

মারিউপোলের মসজিদ থেকে তুর্কিদের সরিয়ে নিতে রাশিয়ার সাহায্য চাইল তুরস্ক 

মারিউপোলের মসজিদ থেকে তুরস্কের নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়ার সহায়তা চেয়েছ তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের  কাছে এই বিষয়ে সাহায্যের আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে শিগগিরই ইতিবাচক ফলাফলের আশা করছেন তিনি। রোববার আন্টালিয়ায় এক সংবাদ সম্মেলনে কাভুসোগলু এ কথা জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

তুরস্কের পররাষ্ট্র বলেছেন, ‘আমি মারিউপোল থেকে আমাদের নাগরিকদের সরিয়ে নিতে লাভরভের  সমর্থন চেয়েছি। তীব্র সংঘর্ষের কারণে সেখানকার টেলিফোন ব্যবস্থা কাজ করছে না। তবে এই বিষয়ে পরিস্থিতি উন্নতির আশা করছি।’ 

কাভুসোগলু আরও বলেছেন, ‘মসজিদটি ওই এলাকায় বিস্ফোরিত বোমায় খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। তুর্কি নাগরিকদের মসজিদ থেকে সরিয়ে নিতে সেখানে বেশ কিছু বাস অপেক্ষা করছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় মানুষের মাধ্যমে নাগরিকদের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ করছে।’ 

এর আগে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার একটি টুইটে দাবি করে—মারিউপোলের ‘সুলতান সুলেমান দা ম্যাগনিফিসেন্ট এবং তাঁর স্ত্রী রোক্সোলানার স্মৃতি বিজড়িত মসজিদকে লক্ষ্য করে রাশিয়া বোমা হামলা চালায়, যেখানে বেশ কয়েকজন তুর্কি নাগরিকসহ ৮০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক ও শিশু আশ্রয় নিয়েছিল। 

তবে রোববার ইউক্রেনের সেই দাবির বিপরীতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মসজিদে বোমা হামলার খবর পাওয়া গেলেও মসজিদটি অক্ষত রয়েছে। এমনকি মসজিদের ইমামও বোমা হামলার বিষয়টি অস্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত