Ajker Patrika

করোনা ছড়ানোর দায়ে ৫ বছরের জেল 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩২
করোনা ছড়ানোর দায়ে ৫ বছরের জেল 

করোনা ছড়ানোর দায়ে ভিয়েতনামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির পক্ষ থেকে বলা হয়, ২৮ বছর বয়সী লে ভ্যান ট্রিকে করোনা ছড়ানো এবং কোয়ারেন্টিনের নিয়ম না মানার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিএ মাউ-এর আদালতে এই রায় দেওয়া হয়। 

বিশ্বে করোনা মহামারি মোকাবিলায় অন্যতম সফল দেশ ভিয়েতনাম। শুরু থেকেই তারা গণপরীক্ষা, আক্রান্তদের দ্রুত সময়ের মধ্যে শনাক্তকরণ এবং সীমান্তে কঠোর বিধিনিষেধ ও কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা মেনে আসছে। কিন্তু গত এপ্রিল থেকে ভাইরাসটির সংক্রমণ কিছুটা বাড়ে।

ভিয়েতনাম নিউজ এজেন্সির পক্ষ থেকে বলা হয়, লে ভ্যান ট্রি সিএ মাউ থেকে হো চি মিন শহরে ভ্রমণের পর ২১ দিনের কোয়ারেন্টিন মানেননি। এ ছাড়া তাঁর কারণে আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে একজন করোনায় মারা গেছেন। 

বার্তা সংস্থা রয়টার্স সিএ মাউ আদালত থেকে কোনো মন্তব্য নিতে পারেনি। 

ভিয়েতনামে এ পর্যন্ত ৫ লাখ ৩৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩ হাজার ৩৮৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত