মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর কাছ থেকে দুই দিনে অন্তত ৯টি ঘাঁটি কেড়ে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও এর মিত্ররা। কাচিনের ওয়াইংমও ও মমৌক শহরে এসব ঘাঁটি অবস্থিত। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের বৃহস্পতিবার কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে আক্রমণ চালিয়ে ওয়াইংমও শহরে অবস্থিত কেআইএ-এর আঞ্চলিক হেডকোয়ার্টারের কাছাকাছি অবস্থিত নাফাও ও পাজাও বাম গ্রামের একটি বড় সেনা ঘাঁটি দখল করে নিয়েছে জান্তা বাহিনীর কাছ থেকে।
কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি জানিয়েছে, এ ছাড়া পাজাও বাম গ্রাম ও পার্শ্ববর্তী লিয়াজা শহরের মাঝামাঝি আরও অন্তত ৫টি জান্তা ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার নুমলাং গ্রামে অবস্থিত ৪৩৫-লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দপ্তর ও মোমাউক টাউনশিপের নাউং কাউন গ্রামের ৬১৬ আর্টিলারি ব্যাটালিয়নের ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
এ ছাড়া, গুরুত্বপূর্ণ মহাসড়ক মিতকিয়ান-ভামোর দায়িত্বে নিয়োজিত জান্তা বাহিনীর ৪৩৮-ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ঘাঁটিও দখল করে নিয়েছে। লিয়াজা শহরের অবস্থিত কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির খুব কাছাকাছি অবস্থিত। বিগত দুই দশক ধরে কাচিন বিদ্রোহীদের এই হেডকোয়ার্টারটিকে ঘিরে রেখেছিল জান্তা বাহিনী। চলতি সপ্তাহের শনিবার সকালে জান্তা বাহিনীর ৩৭০ আর্টিলারি ব্যাটালিয়নকে হারিয়ে দেয় বিদ্রোহীরা।
এর আগে, কেআইএ ও এর মিত্ররা গত ৮ মার্চ ডাউথপোনিয়ান শহরে জান্তা বাহিনীর পদাতিক ব্যাটালিয়ন-১৪২ এর সদর দপ্তর ও ১৫ মার্চ মোমাউক টাউনশিপের দাসাই গ্রামের কাছে পদাতিক ব্যাটালিয়ন-২৩৭ সদর দপ্তর দখল করে নেয়।
মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর কাছ থেকে দুই দিনে অন্তত ৯টি ঘাঁটি কেড়ে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও এর মিত্ররা। কাচিনের ওয়াইংমও ও মমৌক শহরে এসব ঘাঁটি অবস্থিত। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের বৃহস্পতিবার কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে আক্রমণ চালিয়ে ওয়াইংমও শহরে অবস্থিত কেআইএ-এর আঞ্চলিক হেডকোয়ার্টারের কাছাকাছি অবস্থিত নাফাও ও পাজাও বাম গ্রামের একটি বড় সেনা ঘাঁটি দখল করে নিয়েছে জান্তা বাহিনীর কাছ থেকে।
কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি জানিয়েছে, এ ছাড়া পাজাও বাম গ্রাম ও পার্শ্ববর্তী লিয়াজা শহরের মাঝামাঝি আরও অন্তত ৫টি জান্তা ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার নুমলাং গ্রামে অবস্থিত ৪৩৫-লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দপ্তর ও মোমাউক টাউনশিপের নাউং কাউন গ্রামের ৬১৬ আর্টিলারি ব্যাটালিয়নের ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
এ ছাড়া, গুরুত্বপূর্ণ মহাসড়ক মিতকিয়ান-ভামোর দায়িত্বে নিয়োজিত জান্তা বাহিনীর ৪৩৮-ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ঘাঁটিও দখল করে নিয়েছে। লিয়াজা শহরের অবস্থিত কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির খুব কাছাকাছি অবস্থিত। বিগত দুই দশক ধরে কাচিন বিদ্রোহীদের এই হেডকোয়ার্টারটিকে ঘিরে রেখেছিল জান্তা বাহিনী। চলতি সপ্তাহের শনিবার সকালে জান্তা বাহিনীর ৩৭০ আর্টিলারি ব্যাটালিয়নকে হারিয়ে দেয় বিদ্রোহীরা।
এর আগে, কেআইএ ও এর মিত্ররা গত ৮ মার্চ ডাউথপোনিয়ান শহরে জান্তা বাহিনীর পদাতিক ব্যাটালিয়ন-১৪২ এর সদর দপ্তর ও ১৫ মার্চ মোমাউক টাউনশিপের দাসাই গ্রামের কাছে পদাতিক ব্যাটালিয়ন-২৩৭ সদর দপ্তর দখল করে নেয়।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
১৬ মিনিট আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৩৯ মিনিট আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেবিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
২ ঘণ্টা আগে