Ajker Patrika

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে হত্যায় অভিযুক্ত আরেকজন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ২২
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে হত্যায় অভিযুক্ত আরেকজন

মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনায় আরেকজন অভিযুক্ত হয়েছেন। মুকুল হোসেন (৩৪) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।

এতে বলা হয়, মালয়েশিয়ার কুয়াকের একটি আদালতে দণ্ডবিধির ধারা ৩০২ এর অধীনে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মুকুল হোসেনের উপস্থিতিতে অভিযোগপত্র পড়া হলেও তিনি বুঝতে পারেননি। কিন্তু হত্যা মামলার বিচারের এখতিয়ার হাইকোর্টের হওয়ায় তার স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। 

মালয়েশিয়ার কুয়াকের একটি বিচারিক আদালত গত ৮ সেপ্টেম্বর রাতে প্রবাসী বাংলাদেশি হোসেন মো. মনোয়ারকে হত্যার মামলায় এ অভিযোগ গঠন করে।

লেংগংয়ের আদালতের বিচারক মোহাম্মদ শাজমির জামহারি আসামির জন্য দোভাষী নিয়োগে আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি প্রসিকিউটর সুফি আইমান আজমি উপস্থিত ছিলেন। তবে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল না।  

এর আগে গণমাধ্যমে এক বাংলাদেশির মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হয়। গত ৮ সেপ্টেম্বর কামপুং পেংকালান ইকানের একটি কলার বাগান থেকে হোসেন মো. মনোয়ারের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। মাথায় ভারী কোনো কিছুর আঘাত থেকে তাঁর মৃত্যু হয়েছে বলে পরে ময়নাতদন্তে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত