Ajker Patrika

২২ আরোহী নিয়ে নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ মিলেছে

আপডেট : ২৯ মে ২০২২, ১৮: ২৭
২২ আরোহী নিয়ে নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ মিলেছে

নেপালে ২২ আরোহী নিয়ে নিখোঁজ ‘তারা এয়ারলাইনস’-এর উড়োজাহাজের সন্ধান পাওয়া গেছে। এয়ারলাইনের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে কওয়াং গ্রামে। 

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘স্থানীয়রা বলছেন তারা এয়ারলাইনসের উড়োজাহাজটি লামচে নদীর কাছে মানাপাথি হিমালে বিধ্বস্ত হয়েছে। স্থল ও আকাশপথ থেকে ওই স্থানের দিকে অগ্রসর হচ্ছে নেপাল সেনাবাহিনী।’ 

উড়োজাহাজে ১৩ নেপালি, ৪ ভারতীয় ও ২ জার্মান নাগরিক ছিলেন। আর আরোহীদের মধ্যে তিনজন ছিলেন ক্রু। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘তারা এয়ারলাইনস’-এর ছোট উড়োজাহাজটি রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের জোমসোমের দিকে যাচ্ছিল। 

বিশ্বের নানা প্রান্তের সর্বশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

তারা এয়ারলাইনসের মুখপাত্র বলেন, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে পোখারা ছেড়ে যায়। উড্ডয়নের ১৫ মিনিট পরই ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

এ-সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত