Ajker Patrika

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১০ 

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৭: ০৬
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১০ 

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় গত সোমবার দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ওই ভূমিকম্প আঘাত হানে। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুরিয়ানতো নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ভূমিকম্পের কারণে পশ্চিম জাভার শহর সিয়াঞ্জুরে ভূমিধস ও ভবনধসে এখনো আরও ২৪ জন নিখোঁজ রয়েছেন।’

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। তাদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, পশ্চিম জাভার আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল ভূমিকম্পের পরপরই জানিয়েছিলেন নিহতের সংখ্যা ১৬২। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কামিল জানিয়েছিলেন, ভূমিকম্পে অন্তত ৩৬২ জন আহত হয়েছে। 

রিদওয়ান কামিল আরও বলেছেন, এই ভূমিকম্পে ১৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভূমিকম্পে ২ হাজার ২০০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত