Ajker Patrika

অভ্যুত্থানের সুযোগে মাদক পাচার

আজকের পত্রিকা ডেস্ক
অভ্যুত্থানের সুযোগে মাদক পাচার

চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে শুরু হয় সেনাবাহিনীর অভ্যুত্থান। আটক করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চিকে। এর বিরুদ্ধে রাস্তায় নামেন তাঁর অনুসারীরা। শুরু হয় অভ্যুত্থান বিরোধী আন্দোলন। ভয়াবহ এ সংকটের সময়ে দেশটিতে আবারও উত্থান ঘটেছে মাদক চোরাচালানের। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

গত ১৩ আগস্ট থাইল্যান্ডের হাত ইয়াই শহর থেকে জব্দ করা হয় মাদকের একটি বড় চোরাচালান। জব্দ করা মাদকের তালিকায় ছিল ১ হাজার কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বর্তমান বাজারমূল্যে যার দাম ৯ কোটি ডলার। একটি চীনা ব্র্যান্ডের চায়ের প্যাকেটে করে এগুলো চালান করা হচ্ছিল। সঙ্গে ছিল ইয়াবাও। গত কয়েক মাস ধরে থাইল্যান্ড থেকে এমন অনেক চালান জব্দ করেছে দেশটির পুলিশ। 

থাইল্যান্ড কর্তৃপক্ষ বলছে, এগুলো মাদকের কেন্দ্র হিসেবে পরিচিত মিয়ানমারের শান রাজ্যের গোল্ডেন ট্রায়াঙ্গেল অঞ্চল থেকেই চালান হচ্ছিল। এখানেই মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস একত্রে মিলেছে। এ অঞ্চলে যে পরিমাণ মাদকদ্রব্য উৎপাদিত হয় মাঝে মাঝে সে পরিমাণটা মেক্সিকোকেও ছাড়িয়ে যায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের কড়া নজরদারি থাকায় এখান থেকে চালান কম হচ্ছে। 

তবে গত কয়েক মাস ধরে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে চোরাচালানকারীরা। জাতিসংঘের ড্রাগ এজেন্সি ইউএনওডিসির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি জেরেমি ডগলাস জানান, ‘মে ও জুন মাসে মাদক পাচার বেড়েছে। উচ্চ মাত্রার মাদকের ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের মানুষ।’ থাইল্যান্ড সীমান্তে দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের পর থেকেই পুলিশের নজরদারি এখান থেকে সরে গেছে। এ সুযোগটা কাজে লাগিয়েছেন চোরাচালানকারীরা। 

এদিকে করোনা মহামারির মধ্যেও চলতি বছর মাদকের চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে। এর ফলে বেড়েছে চালানও। চলতি বছর এ অঞ্চল থেকে ৮৭টি চালান জব্দ করার তথ্য জানিয়েছে ইউএনওডিসি। জুনেই জব্দ করা হয়েছে তিন ভাগের এক ভাগ। এর মধ্যে রয়েছে প্রায় ২৬ টন ওজনের মেথ। গত বছরের এ সময়ের চেয়ে যা ৭৩ শতাংশ বেশি। 

এতে প্রতিবেশী দেশগুলোতে মাদক চোরাচালানের কার্যক্রম নতুন করে গতি পাচ্ছে। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে আসা মাদক পাচারের অন্যতম রুট বাংলাদেশ। বন্দর থেকে বন্দরে করে মাদক যাচ্ছে লাওস, ভিয়েতনাম ও অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশে। থাইল্যান্ডের কয়েকজন তরুণ বলছেন, দাম কমানোর কারণে বেড়ে যাচ্ছে চাহিদাও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত