মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালের মতো আবারও সহিংসতা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নতুন করে সহিংসতার ঘটনা তুলে ধরে গতকাল মঙ্গলবার প্রভাবশালী দুই থিংক ট্যাংক এই উদ্বেগের কথা জানিয়েছে।
ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পর্যবেক্ষকগোষ্ঠী ফরটিফাই রাইটস জানায়, তারা প্রত্যক্ষদর্শীদের যেসব সাক্ষাৎকার নিয়েছে, তাতে এটি স্পষ্ট হয়েছে যে আরাকান আর্মি চলতি মাসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ড্রোন ও মর্টার হামলা করেছে। বোমা হামলায় বাংলাদেশের সীমান্তে কাছে শতাধিক রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছে।
গ্রুপটি বলেছে, বড় ধরনের এই হামলার আগে আরাকান আর্মি প্রথম ওই এলাকায় একটি নজরদারি ড্রোন পাঠায়। এতে স্পষ্ট যে, আরাকান আর্মি ইচ্ছাকৃতভাবে জনসমাগমের স্থানে হামলা চালিয়েছিল।
তবে আরাকান আর্মি গত ৭ আগস্ট এক বিবৃতিতে এই হামলার দায় অস্বীকার করে। এর ১০ দিন পরে রাজনৈতিক শাখার মাধ্যমে আবার একই দাবি করে।
থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, অনেক রোহিঙ্গা তাদের ওপর হামলা ও সহিংসতায় বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো সহিংসতায় ১০ লাখ রোহিঙ্গা দেশটি থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। পরে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। বিদ্রোহী গোষ্ঠী ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ের মধ্যেও রাখাইনে এখনো প্রায় ৬ লাখ রোহিঙ্গা রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার অফিস বলেছে, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মি—উভয়ের বিরুদ্ধেই রোহিঙ্গাদের গুরুতর নির্যাতনের তথ্য রয়েছে। এর মধ্যে রয়েছে বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, জোরপূর্বক নিয়োগ, গ্রামে নির্বিচারে বোমা হামলা ও অগ্নিসংযোগ।
জাতিসংঘের অধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, অতীতের অপরাধ ও ভয়াবহতার পুনরাবৃত্তি অবশ্যই রুখে দিতে হবে।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালের মতো আবারও সহিংসতা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নতুন করে সহিংসতার ঘটনা তুলে ধরে গতকাল মঙ্গলবার প্রভাবশালী দুই থিংক ট্যাংক এই উদ্বেগের কথা জানিয়েছে।
ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পর্যবেক্ষকগোষ্ঠী ফরটিফাই রাইটস জানায়, তারা প্রত্যক্ষদর্শীদের যেসব সাক্ষাৎকার নিয়েছে, তাতে এটি স্পষ্ট হয়েছে যে আরাকান আর্মি চলতি মাসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ড্রোন ও মর্টার হামলা করেছে। বোমা হামলায় বাংলাদেশের সীমান্তে কাছে শতাধিক রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছে।
গ্রুপটি বলেছে, বড় ধরনের এই হামলার আগে আরাকান আর্মি প্রথম ওই এলাকায় একটি নজরদারি ড্রোন পাঠায়। এতে স্পষ্ট যে, আরাকান আর্মি ইচ্ছাকৃতভাবে জনসমাগমের স্থানে হামলা চালিয়েছিল।
তবে আরাকান আর্মি গত ৭ আগস্ট এক বিবৃতিতে এই হামলার দায় অস্বীকার করে। এর ১০ দিন পরে রাজনৈতিক শাখার মাধ্যমে আবার একই দাবি করে।
থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, অনেক রোহিঙ্গা তাদের ওপর হামলা ও সহিংসতায় বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো সহিংসতায় ১০ লাখ রোহিঙ্গা দেশটি থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। পরে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। বিদ্রোহী গোষ্ঠী ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ের মধ্যেও রাখাইনে এখনো প্রায় ৬ লাখ রোহিঙ্গা রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার অফিস বলেছে, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মি—উভয়ের বিরুদ্ধেই রোহিঙ্গাদের গুরুতর নির্যাতনের তথ্য রয়েছে। এর মধ্যে রয়েছে বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, জোরপূর্বক নিয়োগ, গ্রামে নির্বিচারে বোমা হামলা ও অগ্নিসংযোগ।
জাতিসংঘের অধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, অতীতের অপরাধ ও ভয়াবহতার পুনরাবৃত্তি অবশ্যই রুখে দিতে হবে।
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিশানা করে ১৯ এপ্রিলের কাছাকাছি সময়ে হামলা হতে পারে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
১৪ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
১৫ ঘণ্টা আগে