Ajker Patrika

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে চারজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ঘটনাস্থলে নিহত নূর জারা এবং আমজাদ আইয়াদ আজমির লাশ ইসরায়েলি বাহিনী নিয়ে গেছে। বাকি দুজন সালেহ মোহাম্মদ আম্মার (১৯) এবং রায়েদ জিয়াদ আবু সেফকে (২১) গুলিবিদ্ধ অবস্থায় জেনিন সিটি হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে মারা যান। 

৪ জন নিহত ও ২ জন আটকের ঘটনায় ফিলিস্তিনিদের প্রতিবাদহাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমকে লেখা হয়য়, 'ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আহত দুজন নাগরিক জরুরি বিভাগে এসেছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান'। জেনিনের গভর্নর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও কমপক্ষে আরও দুজন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইলি সেনাবাহিনী। এদের একজনের হাতে গুলি লেগেছে এবং মোহাম্মদ আবু জিনা নামের একজনকে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে, নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে জেনিন শরণার্থীশিবিরে প্রতিবাদী মিছিল শুরু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত