থাইল্যান্ডের ডে কেয়ার সেন্টারের নৃশংস হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছে ছোট্ট শিশু পাভিনাত সুপলওয়োং ওরফে এমি। সে তখন কম্বলের নিচে ঘুমাচ্ছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নং বুয়া লাম্ফুর একটি শিশু ডে কেয়ার সেন্টারে হামলাকারী ব্যক্তি ঘুমন্ত শিশুদের ওপর ছুরি নিয়ে চড়াও হলে তিন বছর বয়সী এমি ওই কক্ষের কোনায় কম্বলের নিচে ঘুমিয়ে থাকার কারণে হামলাকারীর হাত থেকে বেঁচে যায়।
হত্যাকাণ্ডের ঘটনায় এমিই একমাত্র অক্ষত অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছে তার পরিবার। এমির মা পানম্পাই সিথং বলছেন, ‘আমি তো হতবাক হয়ে গেছি। যারা সন্তান হারিয়েছে, সে সব পরিবারের দুঃখ আমি বুঝতে পারছি...আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার মেয়ে বেঁচে ফিরেছে। সত্যি কথা বলতে, এই ঘটনায় আমার মধ্যে এক মিশ্র অনুভূতি কাজ করছে।’
এই ঘটনাকে ‘অলৌকিক’ হিসেবে আখ্যা দিয়ে এমির পরিবার জানিয়েছে, ‘এমনি আমাদের মেয়ের ঘুম বেশ পাতলা। কিন্তু বুধবার শিশুদের ঘুমের সময় হামলাকারী যখন শিশুদের ওপর চড়াও হলো তখন এমি ঘরটির কোনায় মাথা পর্যন্ত কম্বলমুড়ি দিয়ে ঘুমিয়ে ছিল। এ কারণেই হয়তো সে এখনো আমাদের মাঝে রয়েছে।’
এমির মা বলেন, ‘আমি মনে করি ওই সময় কোনো এক শুভ শক্তি এমির চোখে ঘুম এনে দিয়েছিল। আমি জানি আমাদের ধর্মীয় বিশ্বাস ভিন্ন, তবুও আমি মনে করি আমার মেয়ে এই কারণে বেঁচে ফিরেছে।’
এদিকে গতকাল রোববার এমিদের বাড়িতে আত্মীয়স্বজন এমিকে দেখতে ভিড় জমিয়েছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার থাইল্যান্ডে একটি প্রি-স্কুলের ডে কেয়ার সেন্টারে ভয়াবহ বন্দুক ও ছুরি হামলায় ২৩ শিশুসহ ৩৭ জন নিহত হয়েছেন। থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁকে সম্প্রতি মাদককাণ্ডে বরখাস্ত করা হয়। তবে শিশুদের ওপর কেন এমন নৃশংস হত্যাকাণ্ড চালানো হলো, সে বিষয়ে এখনো নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি।
থাইল্যান্ডে এমন গোলাগুলির ঘটনা বিরল। এর আগে ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে এক সেনাসদস্য ২৯ জনকে হত্যা করেছিল। এ সময় আহত হয়েছিলেন অর্ধশতাধিক মানুষ।
থাইল্যান্ডের ডে কেয়ার সেন্টারের নৃশংস হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছে ছোট্ট শিশু পাভিনাত সুপলওয়োং ওরফে এমি। সে তখন কম্বলের নিচে ঘুমাচ্ছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নং বুয়া লাম্ফুর একটি শিশু ডে কেয়ার সেন্টারে হামলাকারী ব্যক্তি ঘুমন্ত শিশুদের ওপর ছুরি নিয়ে চড়াও হলে তিন বছর বয়সী এমি ওই কক্ষের কোনায় কম্বলের নিচে ঘুমিয়ে থাকার কারণে হামলাকারীর হাত থেকে বেঁচে যায়।
হত্যাকাণ্ডের ঘটনায় এমিই একমাত্র অক্ষত অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছে তার পরিবার। এমির মা পানম্পাই সিথং বলছেন, ‘আমি তো হতবাক হয়ে গেছি। যারা সন্তান হারিয়েছে, সে সব পরিবারের দুঃখ আমি বুঝতে পারছি...আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার মেয়ে বেঁচে ফিরেছে। সত্যি কথা বলতে, এই ঘটনায় আমার মধ্যে এক মিশ্র অনুভূতি কাজ করছে।’
এই ঘটনাকে ‘অলৌকিক’ হিসেবে আখ্যা দিয়ে এমির পরিবার জানিয়েছে, ‘এমনি আমাদের মেয়ের ঘুম বেশ পাতলা। কিন্তু বুধবার শিশুদের ঘুমের সময় হামলাকারী যখন শিশুদের ওপর চড়াও হলো তখন এমি ঘরটির কোনায় মাথা পর্যন্ত কম্বলমুড়ি দিয়ে ঘুমিয়ে ছিল। এ কারণেই হয়তো সে এখনো আমাদের মাঝে রয়েছে।’
এমির মা বলেন, ‘আমি মনে করি ওই সময় কোনো এক শুভ শক্তি এমির চোখে ঘুম এনে দিয়েছিল। আমি জানি আমাদের ধর্মীয় বিশ্বাস ভিন্ন, তবুও আমি মনে করি আমার মেয়ে এই কারণে বেঁচে ফিরেছে।’
এদিকে গতকাল রোববার এমিদের বাড়িতে আত্মীয়স্বজন এমিকে দেখতে ভিড় জমিয়েছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার থাইল্যান্ডে একটি প্রি-স্কুলের ডে কেয়ার সেন্টারে ভয়াবহ বন্দুক ও ছুরি হামলায় ২৩ শিশুসহ ৩৭ জন নিহত হয়েছেন। থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁকে সম্প্রতি মাদককাণ্ডে বরখাস্ত করা হয়। তবে শিশুদের ওপর কেন এমন নৃশংস হত্যাকাণ্ড চালানো হলো, সে বিষয়ে এখনো নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি।
থাইল্যান্ডে এমন গোলাগুলির ঘটনা বিরল। এর আগে ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে এক সেনাসদস্য ২৯ জনকে হত্যা করেছিল। এ সময় আহত হয়েছিলেন অর্ধশতাধিক মানুষ।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
৩৩ মিনিট আগেবাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৭ ঘণ্টা আগে