Ajker Patrika

মিয়ানমারে জান্তাবাহিনীর বিমান হামলায় সংগীতশিল্পীসহ নিহত ৬০

মিয়ানমারে জান্তাবাহিনীর বিমান হামলায় সংগীতশিল্পীসহ নিহত ৬০

মিয়ানমারে জান্তাবাহিনীর হামলায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কাচিন রাজ্যের একটি সংগীত অনুষ্ঠানে জান্তাবাহিনীর বিমান হামলায় ওই ৬০ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। নিহতদের মধ্যে এক সংগীতশিল্পীও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কাচিন নৃগোষ্ঠীর সশস্ত্র সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেনস অর্গানাইজেশন (কেআইও) এই সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারে চলমান সহিংসতার বিষয়ে আলোচনা করার লক্ষ্যে ইন্দোনেশিয়ায় এক বৈঠকে মিলিত হওয়ার তিন দিন পর এই হামলা হলো। জান্তাবাহিনীর এই হামলায় সম্প্রতি সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছেন। 

থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, কেআইও জান্তা বাহিনীর এই হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। জান্তাবাহিনীর যুদ্ধবিমান কেআইও-এর ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাচিন রাজ্যের হপাকান্ত গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নিহতদের মধ্যে কাচিন ইন্ডিপেন্ডেনস আর্মির বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। 

এদিকে, কাচিন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বলেছেন—অনুষ্ঠান চলাকালে রাত ৮টার দিকে জান্তাবাহিনী যুদ্ধবিমান থেকে বোমা ফেলে। ওই সময় অনুষ্ঠানে প্রায় ৫০০ লোক উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত